নিউজ পোল ব্যুরো: ডায়াবিটিসের (MODY Diabetes)নতুন ও জটিল একটি রূপ ধরা পড়েছে সম্প্রতি। নাম ‘ম্যাচুরিটি অনসেট ডায়াবিটিস অফ দ্য ইয়ং’ বা সংক্ষেপে ‘মোডি’। এই ধরনের ডায়াবিটিস শিশু ও তরুণদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। এমনকি, একদম নবজাতকের শরীরেও এই রোগের উপসর্গ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসা (treatment)গবেষকেরা। এত দিন টাইপ ৫ ডায়াবিটিস নিয়ে চর্চা চলছিল গবেষণার মহলে। কিন্তু এবার আরও জটিল ও বিরল একটি রূপ সামনে এল, যা মূলত জিনগত কারণে হয়। চিকিৎসকদের মতে, এটি এক ধরনের মোনোজেনিক ডায়াবিটিস, যা বংশগত ভাবে ছড়িয়ে পড়ে পরিবারে পরিবারে।
চেন্নাইয়ের মাদ্রাজ ডায়াবিটিস রিসার্চ ফাউন্ডেশন (MDRF) এবং আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন (medicine, )যৌথভাবে এই নতুন ধরনের ডায়াবিটিস নিয়ে গবেষণা চালিয়ে গিয়েছে। তাঁদের দাবি, ‘মোডি’ মূলত ABCC8 নামক একটি জিনের রূপান্তরের ফল। এই জিনটি শরীরের অগ্ন্যাশয়ে ইনসুলিন নিঃসরণের সঙ্গে সরাসরি যুক্ত। যদি জিনটির গঠন বা কার্যকারিতায় কোনও রাসায়নিক পরিবর্তন হয়, তাহলে শরীরের ইনসুলিন (insulin )ভারসাম্যে বড় রকম সমস্যা দেখা দেয়। এতে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কোষের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে, ফলে ডায়াবিটিসের আশঙ্কা বেড়ে যায়।
আরও পড়ুন: Health Tips: শরীরের ‘ডিটক্স’ শক্তি বাড়াতে ময়ূরাসন!
MDRF-এর গবেষক ডঃ রাধা ভেঙ্কটেশন জানিয়েছেন, এই রোগ (MODY Diabetes) সাধারণত শৈশবেই দেখা দেয় এবং টাইপ ১ বা টাইপ ২ ডায়াবিটিসের উপসর্গের সঙ্গে এর মিল না থাকায় চিহ্নিত করা কঠিন হয়। অনেক সময় বাবা-মার জিনে পরিবর্তন হলে তা সন্তানের মধ্যে প্রকাশ পায় এবং জন্ম থেকেই রক্তে শর্করার (sugar )মাত্রা খুব কমে যেতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ‘কনজেনিটাল হাইপারইনসুলিনিজম’ (CHI)। পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উল্টো চিত্র দেখা দেয়— রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ৩০ বছর হওয়ার আগেই শরীরে টাইপ ২ ডায়াবিটিসের মতো লক্ষণ প্রকট হয়।‘মোডি’-র আবার অনেকগুলি ধরন রয়েছে— যেমন মোডি ১, মোডি ৩, মোডি ১২ ইত্যাদি। প্রত্যেকটির ক্ষেত্রেই চলছে নিরন্তর গবেষণা। এখনও পর্যন্ত এই বিরল ডায়াবিটিস নিয়ন্ত্রণে কোনও কার্যকর ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে বিশেষজ্ঞদের আশ্বাস, এই দুঃসাধ্য রোগের মোকাবিলায় ওষুধ ও থেরাপি উদ্ভাবনের চেষ্টা অব্যাহত রয়েছে গবেষণা কেন্দ্রগুলিতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT