Donald Trump:”লক্ষ লক্ষ নিষ্পাপ প্রাণ বাঁচানো গেছে”!ভারত-পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের উচ্ছ্বাস,কাশ্মীর সমাধানে আশার আলো

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে অপ্রত্যাশিত যুদ্ধবিরতি ঘোষণায় উচ্ছ্বসিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা পোস্ট যেন শান্তির এক নতুন দিগন্ত উন্মোচন করল।ট্রাম্পের মতে, এই ঐতিহাসিক পদক্ষেপ “লক্ষ লক্ষ নিষ্পাপ প্রাণ বাঁচানোর” এক সাহসী প্রয়াস।১১ মে, ২০২৫, সকাল ৯:২৮ মিনিটে করা পোস্টে ট্রাম্প ভারত ও পাকিস্তানের “শক্তিশালী এবং অটল নেতৃত্ব”-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে।” ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জোরালো করেছে।

আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/11/india-pakistan-ceasefire-drone-tensions/?fbclid=IwY2xjawKNGi9leHRuA2FlbQIxMQABHld_xnewfSYxnLhlMNv3lUVsXr3cB3NxmFhFSKCzi4vxsUKgQK1SkkRfVBvN_aem_iKZfP5zkp5-L9BplfMVl5w&sfnsn=wiwspwa

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পোস্টে উঠে আসে এক মানবিক আবেদন। তিনি বলেন, “এই সাহসী পদক্ষেপের মাধ্যমে লক্ষ লক্ষ ভালো এবং নিষ্পাপ মানুষের মৃত্যু এবং ধ্বংস রোধ করা সম্ভব হয়েছে। আপনাদের এই কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে।” তাঁর এই মন্তব্য যেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের প্রতি এক গভীর সমবেদনা প্রকাশ করে।

শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির আশাও প্রকাশ করেছেন। তিনি বলেন, “যদিও এই বিষয়ে আগে আলোচনা হয়নি, আমি এই দুই মহান জাতির সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি।” তাঁর এই মন্তব্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের এক নতুন সম্ভাবনা তৈরি করেছে।  

নিউজ পোল ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পোস্টের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল কাশ্মীর সমস্যার সমাধানের ইঙ্গিত। তিনি বলেন, “আমি আপনাদের দু’জনের সঙ্গে কাজ করে দেখব যে, ‘হাজার বছর পর’ কাশ্মীরের ব্যাপারে কোনও সমাধানে পৌঁছানো যায় কি না।” ট্রাম্পের এই মন্তব্য যেন দীর্ঘ প্রতীক্ষিত কাশ্মীর সমস্যার সমাধানের এক নতুন আশার আলো দেখায়।

ট্রাম্পের এই পোস্ট ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আন্তর্জাতিক স্তরে আরও বেশি গুরুত্ব দিয়েছে। তবে সে যাই হোক,যুদ্ধবিরতি ঘোষণার পর,পাকিস্থান যেভাবে মীরজা ফরের ভূমিকায় ধরা দিয়েছেন,আবারও যুদ্ধ করেছেন।তাতে প্রশ্ন উঠছে, শান্তির মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই বিষাক্ত ছোবল কতদিন ধরে চলতে থাকবে?আর কতবার বিশ্বাসভঙ্গের শিকার হতে হবে ভারতকে?