Sambit Patra: প্রধানমন্ত্রী রক্ত-জলের প্রবাহ বন্ধ করেছেন, এটাই নয়া ভারত: অপারেশন সিঁদুর প্রসঙ্গে বিজেপি সাংসদের মন্তব্য

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর ভারত যেন আর আগের মতো ছিল না। সেই হামলার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে যে প্রতিক্রিয়া এসেছিল, তা ইতিহাসে এক সাহসী মোড় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির মুখপাত্র ও সাংসদ সম্বিত পাত্র (Sambit Patra) জানিয়েছেন, অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুধু একটি প্রতিরক্ষামূলক অভিযান নয়, এটি ভারতের শক্তির প্রতীক, আত্মবিশ্বাসের প্রতিধ্বনি।

আরও পড়ুন: Kashmir Peace: না গুলি, না বুট! উপত্যকায় ফিরল নিঃশব্দ রাতের স্বস্তি

তিনি (Sambit Patra) জানান, সিন্ধু জল চুক্তি (Indus Treaty) স্থগিত করে এবং একের পর এক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে ভারত একযোগে রক্ত এবং জল দুটিরই প্রবাহ বন্ধ করে দিয়েছে। এ ছিল কূটনৈতিক ও সামরিকভাবে এক যুগান্তকারী সিদ্ধান্ত। পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের মাটিতে তাদের সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা ছিল ভারতের কাছে এক ঐতিহাসিক জবাব।

পাত্রের (Sambit Patra) ভাষায়, “এই প্রথম কোনও দেশ একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসের মূল ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারত পাকিস্তানের নয়টি গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়েছে, যেখানে পরিকল্পিত হচ্ছিল ২৬/১১, পুলওয়ামা ও আইসি-৮১৪-এর মতো হিংসাত্মক অপারেশন।”

তিনি আরও বলেন, “আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু যদি আমাদের উপর বারবার আঘাত আসে, তবে জবাব আসবেই—আর সেটা আগুনেই হবে। বর্তমানে দুই দেশের মধ্যে যা চলছে, তা যুদ্ধবিরতি নয়, বরং একটি কঠোর শর্তযুক্ত সমঝোতা। পাকিস্তান যদি আবারও ভুল করে, তবে ভারত তার প্রতিশোধ নিতে দ্বিধা করবে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পাক অর্থনীতির ওপরও এর বড় প্রভাব পড়বে বলে মন্তব্য করেন পাত্র। সিন্ধু জল চুক্তির স্থগিতাদেশ পাকিস্তানের কৃষি এবং শিল্পক্ষেত্রের ওপর প্রভূত প্রভাব ফেলবে, যার ফলে অর্থনৈতিক ভাঙন আরও ত্বরান্বিত হবে।