নিউজ পোল ব্যুরো: সপ্তাহের শুরুতেই গরমের(Weather Update) চাপে নাজেহাল হতে চলেছে রাজ্যবাসী। সোমবার সকাল থেকেই তাপমাত্রা থাকবে চড়া। দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জেলায় পারদ ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁতে পারে। বাতাসে আদ্রতা থাকবে অনেক বেশি (Weather Update)। এর জেরে গরমের পাশাপাশি অস্বস্তি আরও বাড়বে।সকাল ৯টার পর থেকেই রোদের তেজ বাড়বে। দুপুরের (afternoon)দিকে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে উঠতে পারে। যারা বাইরে কাজে যাচ্ছেন, বিশেষ করে স্কুল পড়ুয়া ও অফিসযাত্রীরা, তাদের জন্য সতর্কবার্তা রইল। গায়ে হালকা রঙের সুতির জামা পরা, মাথায় টুপি (cap)কিংবা ছাতা, সঙ্গে জলের বোতল রাখা একান্ত প্রয়োজন। এই গরমে শরীর জলশূন্য হয়ে পড়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন: Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা
আকাশ থাকবে একেবারে পরিষ্কার, রোদের ঝলকানিতে চোখ ধাঁধানো ভাব তৈরি হবে। শহরের পিচের রাস্তা দুপুরে আরও গরম হয়ে উঠবে। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা বাইক আরোহীদের অবস্থা সবচেয়ে খারাপ হবে। একদিকে গরম, অন্যদিকে যানজট—উভয়েই বাড়াবে ক্লান্তি।তবে দিনের শেষে কিছুটা স্বস্তির সম্ভাবনা (Weather Update) রয়েছে। বিকেলের দিকে রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা দমকা হাওয়াও বইতে পারে।কলকাতার (Kolkata)আকাশেও বিকেলের দিকে হালকা মেঘ জমতে পারে। যদিও বড় রকমের বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু সন্ধে নাগাদ শহরের তাপমাত্রা(temperature,) কিছুটা কমে যেতে পারে। তাতে অল্প স্বস্তি মিলবে গরমে ক্লান্ত মানুষের।বৃষ্টি হলেও সেটা হবে সীমিত কিছু এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বড় কোনও নিম্নচাপ তৈরি হচ্ছে না, তাই অতিরিক্ত বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই। তবে বজ্রবিদ্যুতের কারণে গ্রামীণ এলাকায় সাবধানে থাকা জরুরি। বিশেষ করে খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়ানো এড়ানো উচিত|
উত্তরবঙ্গে (North Bengal )দক্ষিণের তুলনায় আলাদা আবহাওয়া থাকবে সোমবার। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দুপুরের পর সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া। এই হাওয়ার দাপটে কিছু জায়গায় গাছ পড়ার মতো ঘটনাও ঘটতে পারে। আবহাওয়াবিদদের মতে, পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে সোমবার (Monday )সন্ধের দিকে।শিলিগুড়ি ও তার আশপাশে সন্ধের পর তাপমাত্রা কমে ঠান্ডা অনুভব হতে পারে। কৃষকদের উদ্দেশে আবহাওয়া দফতরের পরামর্শ—যাঁরা মাঠে কাজ করেন, তাঁরা চেষ্টা করুন সকালের মধ্যেই কাজ শেষ করে নিতে। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়া বিপদ ডেকে আনতে পারে।সোমবারের আবহাওয়া একঘেয়ে হলেও, বিকেলের মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টি দিনের মাঝে কিছুটা পরিবর্তন এনে দিতে পারে। তবে গরমের হাত থেকে পুরোপুরি রেহাই মিলবে না, তাই সতর্ক থাকা জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT