নিউজ পোল ব্যুরো: কলকাতায় থাকলে নিয়ম করে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা (BJP Leader) দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। আর এদিন আরও একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত-পাক যুদ্ধের (Indo-Pak War) একাধিক দিক তুলে ধরলেন বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন সাংসদ।
আরও পড়ুনঃ Dilip Ghosh : ইন্দিরা গান্ধী কেন কাশ্মীর ফিরিয়ে আনতে পারেননি? প্রশ্ন তুললেন দিলীপ
প্রথমেই কথা ওঠে যুদ্ধ বিরতি (Ceasefire) নিয়ে। যুদ্ধ বিরতির কৃতিত্ব কার? এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “যুদ্ধ বিরতির ক্রেডিট আমরা নেব না। কারণ সাময়িক স্থগিত করা হয়েছে। যুদ্ধ বন্ধ হয়নি। যাদের সমস্যা হচ্ছিল। যারা আর টানতে পারছিল না। তারা ক্রেডিট নিতে চাইছে। যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছিল তারা ধরাশায়ী হয়েছে। তারাই ক্রেডিট নিচ্ছে।” আরও বলেন, “সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে ভারত থেকে। তার ক্রেডিট মোদীর। সীমার ওপারে সন্ত্রাসবাদ যতদিন থাকবে, এই লড়াই চলবে। একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। বিশ্বের বহু দেশ আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতকে বলেকয়ে সাময়িক বন্ধ করিয়েছে। কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই। বলেই দেওয়া হয়েছে আগামী দিনে আবার যদি এরকম কিছু করে তার পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে।”
অন্যদিকে যুদ্ধ বিরতি কি সিঁদুর মুছে দেওয়ার বদলা অসম্পূর্ণ রাখল, এই প্রশ্নও রাখা হয় বিজেপি নেতার কাছে। যার জবাব দিতে গিয়ে তাঁর সাফ দাবি, “ভারত পচা শামুকে পা কেটে নিজের সর্বনাশ করতে চায় না। যখন দরকার হয়েছে আমরা লড়াই করেছি। আমরা লড়াই চাই না। আমরা বলেছি নিউক্লিয়ার অস্ত্র নো ফার্স্ট অ্যাটাক। কেউ ক্ষতি করতে এলে তাকে শিক্ষা দিতে হয়। পরিস্থিতির কারণে ব্যাপারটা সাময়িক স্থগিত আছে। কিন্তু এই যুদ্ধ থামবে না।” এরই সঙ্গে যোগ করেছেন, “সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ভরসা করে। মোদীর লড়াই বিশ্বের সত্রাসবাদের বিরুদ্ধে। বহু দেশ একা লড়তে পারছে না। তারাও ভারতকে পাশে চাইছে। পাকিস্তানের মত দেশ ৪ দিন যুদ্ধ বন্ধ হলে সবকিছু সামলে নিতে পারবে এমন ভাবার কোনও কারণ নেই। না আছে অস্ত্র। না আছে টাকা। না আছে সেনার মনোবল।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এর পাশাপাশি কথা হয় আইপিএল শুরু হওয়া নিয়েও। দিলীপ (Dilip Ghosh) জানান, “ভারত স্বাভাবিক ছন্দে আসুক সেই জন্যই একটা সুযোগ দেওয়া হয়েছে। পাকিস্তানকে একটা শেষ সূযোগ দেওয়া হয়েছে। অনেকে বলছে চিন উস্কে দিয়ে ওদের দিয়ে যুদ্ধ করিয়েছে। পুতিনের সঙ্গে মোদীর মিটিং ছিল। এই যে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব বাড়ছে এবং উন্নয়ন হচ্ছে এটা কিছু দেশ চাইছে না। তারা উস্কেছে। মাঝখান থেকে বলির পাঁঠা হয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের জনতাকে বেসিক সুবিধা দিতে পারছে না। তাদের কি যুদ্ধ করা সাজে? তাদের সেনা একদিকে যায়। সরকার আরেকদিকে যায়। সেনা দুর্নীতিগ্রস্থ। তারা দেশের জনতাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।” এছাড়া পাকিস্তানের ভূমিকম্প নিয়েও মুখ খুলেছেন দিলীপ। এটা ভূমিকম্প নাকি পরমাণু অস্ত্র পরীক্ষা সে বিষয়ে সন্দিহান তিনি। জানান, “এ নিয়ে বিস্তর চর্চা চলছে। ভারত ওখানে ব্রহ্মস পাঠিয়েছিল। নূর খান এয়ার বেস লিকেজ হয়ে গিয়েছে বলেও অনেকে বলছেন। আমেরিকা থেকে নাকি বিশেষ বিমানে রেডিয়েশন পরীক্ষা করতে বিশেষজ্ঞ এসেছে। এই ধরনের কথাগুলোর সত্যমিথ্যা জানিনা।”