S-400: ভারতের আকাশ প্রতিরক্ষার ‘সুদর্শন চক্র’

দেশ

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক ভারত-পাকিস্তান (India Pakistan) উত্তেজনার আবহে পাকিস্তান (Pakistan)যখন সীমান্তবর্তী জনবসতি ও সেনা ঘাঁটির উপর ড্রোন ও মিসাইল ছুড়ে হামলার চেষ্টা করে, তখন ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ঢাল হয়ে ওঠে রাশিয়া (Russia) নির্মিত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। দেশের উত্তর-পশ্চিম সীমান্তে এই প্রতিরক্ষা প্রযুক্তির সজাগ উপস্থিতি কার্যত শত্রুপক্ষের মারণাস্ত্রকে আকাশেই গুঁড়িয়ে দেয়।

আরও পড়ুন: Ind-Pak War: শান্তির ছায়ায় যুদ্ধের প্রস্তুতি? সাউথ ব্লকে রুদ্ধদ্বার বৈঠকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

৭ মে, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) জবাবে ভারত পাকিস্তান ও পিওকে-তে অবস্থিত নয়টি জঙ্গিঘাঁটি সফলভাবে ধ্বংস করে। পাল্টা প্রতিশোধ নিতে পাকিস্তান যেসব ড্রোন (Drone) ও মিসাইল উৎক্ষেপণ করে, তা S-400 এর উচ্চক্ষমতাসম্পন্ন র‍্যাডার ও ইন্টারসেপ্টর মিসাইলের কাছে কার্যত ব্যর্থ হয়। সেনাবাহিনীর মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ‘রক্ষাকবচের’ ভূমিকা পালন করেছে এবং যুদ্ধক্ষেত্রে ভারতকে দিয়েছে বাড়তি আস্থা।

প্রসঙ্গত, রাশিয়ার (Russia) তৈরি S-400 ‘ত্রিউল’-এর সক্ষমতা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ। এটি প্রায় ৬০০ কিমি দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ও বিমান শনাক্ত করতে পারে এবং ৪০০ কিমি দূরে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বর্তমানে ভারতের চারটি কৌশলগত এলাকায় এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে— পাঠানকোটে (পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সুরক্ষায়), রাজস্থান সীমান্তে, গুজরাট সীমান্তে এবং আরও একটি গোপন ঘাঁটিতে।

এই সফলতা দেখে ভারত সরকার রাশিয়ার সঙ্গে আরও এস-৪০০ কেনার পরিকল্পনা করছে। কারণ বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তিই ভারতকে এগিয়ে রাখবে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এস-৪০০ এখন শুধু একটি অস্ত্র নয়, বরং ভারতের আকাশরক্ষার এক বিশ্বস্ত ‘সুদর্শন চক্র’—যা নিঃশব্দে অথচ দৃপ্তভাবে বলছে, “সতর্ক ভারত, সুরক্ষিত ভারত।”