নিউজপোল ব্যুরো: আপনি যদি একটু চুপচাপ থাকতেন, তাহলে কত শান্তি পেত দেশ! যেমনটা আগে হতো (Modi VS Indira) জঙ্গি হামলায় (Pahalgam Issue) যখন কাশ্মীরে রক্ত ঝরতো, অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীরা প্রাণ হারাতেন, তখনকার নেতারা চোখ বুজে থাকতেন, দু-একটা নিন্দা করে দায় সারতেন।
আরও পড়ুন: ,India Pakistan War: পাক নিশানায় এবার ৪ এয়ারবেস, পাল্টা আক্রমণ ভারতের
আপনিও যদি সেভাবেই হাত গুটিয়ে বসে থাকতেন, তাহলে আজ আপনাকে কেউ এত গাল দিত না!আরও পড়ুন:কিন্তু আপনি তো খামোখা সব উল্টে দিলেন! পাকিস্তানের (Modi VS Indira) ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে ১৩০-র বেশি জঙ্গি খতম, এয়ারবেস গুঁড়িয়ে দিয়ে ফিরে আসা, এসব কি করবার ছিল? রাউফ আজহারকে ধরে মেরে আসবেন? রহিম ইয়ার খান, মুরিদ এয়ারবেসের সামনে গিয়ে হামলা করবেন? ড্রোন-মিসাইল ধ্বংস করবেন ৯৯% সফলতায়? এসব করলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—ইন্দিরার মতো চুপ ছিলেন না কেন?
ইন্দিরার সময় পাকিস্তান (Modi VS Indira) যখন পাঠানকোট আর অমৃতসরের বুকে বোমা ফেলেছিল, আমরা সেই “স্ট্যাচু পলিটিক্স”-এর গর্বে বুক ফুলিয়ে বলতাম—”দেখো, আমাদের প্রধানমন্ত্রী কেমন শান্ত!” আপনি যদি সেভাবেই থাকতেন, তাহলে আপনার ওপর এত চাপ আসত না। বরং এখন যাঁদের আমলে ২০০৫-০৮ সালের মধ্যে দিল্লি, মুম্বই, বারাণসী, মালেগাঁও-এ একের পর এক রক্তাক্ত হামলা হয়েছে, অথচ পাল্টা একটাও পদক্ষেপ নেওয়া হয়নি, তাঁরাই আজ আপনাকে নীতির পাঠ পড়াচ্ছেন!
আপনার আসল দোষটা আসলে একটাই—আপনি “অ্যাকশন” নিয়ে ফেলেন। এতটা রেজাল্ট, এতটা অ্যাকিউরেসি, এতটা অপ্রত্যাশিত পদক্ষেপ… এটা সাধারণ রাজনৈতিক ছকে একেবারেই ফিট নয়। তাই মানুষ বলছে—”আপনি ইন্দিরা হতে পারেননি, মোদিজি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT