নিউজ পোল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর, ভারত তার নিরাপত্তা নীতিতে যে যুগান্তকারী পরিবর্তন এনেছে, তা রবিবার (Sunday) জাতির উদ্দেশে ভাষণে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংঘর্ষবিরতি ঘোষণার মধ্যেও তিনি জানিয়ে দিলেন, ভারত কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না। পাকিস্তানকে (Pakistan) লক্ষ্য করে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “এটাই ভারতের নিউ নর্মাল।”
আরও পড়ুন: Modi VS Indira: আপনি ইন্দিরা হতে পারলেন না মোদীজি… এটাই তো আপনার দোষ!
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ‘নিউ নর্মাল’-এর তিনটি মূল শর্ত তুলে ধরেন:
১. সন্ত্রাসের প্রত্যুত্তর সোজাসুজি ও কঠিনভাবে দেওয়া হবে– ভারতের মাটিতে যদি কোনওভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হয়, তবে জবাব দেওয়া হবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, ভারতের নিজস্ব পদ্ধতিতে। পাকিস্তানের ভিতরে যেসব জায়গা থেকে সন্ত্রাস ছড়ায়, সেগুলিকেই টার্গেট করা হবে।
২. পরমাণু ব্ল্যাকমেল আর নয়—পাকিস্তানের পারমাণবিক ভয় দেখিয়ে সন্ত্রাস লালনপালনের কৌশল এবার ভেস্তে যাবে। মোদি বলেন, “যেখানেই সন্ত্রাসের আঁতুড়ঘর, ভারত সেখানে নিখুঁতভাবে আঘাত হানবে।”
৩. সরকার ও জঙ্গিদের আর আলাদা করা হবে না—পাকিস্তানে সরকার ও সন্ত্রাসীদের মধ্যে কোনও পার্থক্য নেই বলেই মনে করে ভারত। প্রধানমন্ত্রী উদাহরণ দেন, কিভাবে পাক সেনা জঙ্গিদের অন্ত্যেষ্টিতে গিয়ে শোক প্রকাশ করেছে। “এটাই প্রমাণ করে, পাকিস্তানের সরকারই সন্ত্রাস চালায়,” বলেন মোদি।
ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী (Narendra Modi) অপারেশন সিঁদুরের (Operation Sindoor) কথা তুলে ধরেন। তিনি স্মরণ করান ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে যে বর্বর হামলা হয়েছিল, তার পরপরই সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। অপারেশনের ফল, একশোর বেশি জঙ্গির মৃত্যু এবং সন্ত্রাসের ঘাঁটি ধ্বংস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মোদী বলেন, “আমাদের মা-বোনেদের সিঁদুর যাঁরা মুছে দিয়েছিল, এবার তারা বুঝে গিয়েছে ভারতের জবাব কেমন হয়। ভারত শুধু প্রতিশোধ নেয় না, ন্যায় প্রতিষ্ঠা করে।”