India Pakistan Ceasefire : ট্রাম্পের দাবি নস্যাৎ! বাণিজ্য নিয়ে কোনও কথাই হয়নি আমেরিকার সঙ্গে

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে (India Pakistan Ceasefire) সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। এমন কথাই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এদিকে এরই মধ্যে এবার ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় সরকারের (Central Government) একটি সূত্র। তারা জানাচ্ছে, বাণিজ্য নিয়ে কোনও কথাই হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে।

আরও পড়ুনঃ India Power: বিশ্বের রাজনীতির দিগন্তে এখন এক নতুন নাম, এক নতুন ধ্বনি—ভারত

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা এই খবর সামনে এনেছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ থামাতে তিনি নাকি চাপ সৃষ্টি করেছিলেন ভারত এবং পাকিস্তানের ওপর। তিনি বলেছিলেন, যুদ্ধ যদি না থামে তাহলে এই দুই দেশের সঙ্গে কোনওরকম বাণিজ্য করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতির দাবি, এরপরই যুদ্ধ বিরতিতে (India Pakistan Ceasefire) সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। এদিকে সরকারি সূত্রটির দাবি, অপারেশন সিঁদুরের পর আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্সের (JD Vance) সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) আলোচনায় যুদ্ধ নিয়ে কোনও কথাই হয়নি।

৯ মে ভান্সের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এছাড়া ৮ এবং ১০ মে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন মার্কো রুবিও (Marco Rubio)। ১০ মে-ই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গেও কথা বলেছিলেন তিনি। এর মধ্যে একটি আলোচনাতেও বাণিজ্য নিয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছে সূত্রটি। সব মিলিয়ে ভারত-পাক যুদ্ধবিরতিতে (India Pakistan Ceasefire) ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে জলঘোলা অব্যাহত।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

ভারত বা পাকিস্তানের তরফে কিছু জানানোর আগেই যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। ফলে এই কথা সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ে যে মার্কিন রাষ্ট্রপতির কথায় প্রভাবিত হয়েই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হতে হয়েছে মোদীকে। বিরোধীরা এই প্রসঙ্গে সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে সরকারি সূত্রটির দাবিতে বিষয়টি যে নয়া মোড় নিল তা বলাই বাহুল্য।