Dilip Ghosh : “আজকের যুবসমাজের মধ্যে নেশার কী প্রভাব, এটা তার একটা নমুনা…”, রিঙ্কুর ছেলের মৃত্যুতে বড় দাবি দিলীপের

breakingnews কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবারই স্বজনহারা হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথম পক্ষের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের দেহ। এই শোকের আবহেও বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে আসেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন সভাপতি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রীতমের অস্বাভাবিক মৃত্যু থেকে শুরু করে একাধিক বিষয় তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ Dilip Ghosh : ভারত যুদ্ধ বিরতির ক্রেডিট নেবে না! এ কী বললেন দিলীপ

স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের সঙ্গে যথেষ্টই হৃদ্যতা ছিল দিলীপ ঘোষের (Dilip Ghosh)। একসঙ্গে আইপিএলের ম্যাচও দেখতে গিয়েছেন দুজনে। এদিন প্রীতমের মৃত্যুর কারণ প্রসঙ্গে বিজেপি নেতা (BJP Leader) বলেন, “প্রকৃত কারণ ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট পেলে বুঝতে পারব। বন্ধুবান্ধব নিয়ে থাকত। একা থাকেনি সেইভাবে। ড্রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল। ওর কাউন্সেলিং চলছিল। ওর অফিসের ডাক্তার দেখত। হঠাৎ করে কেন হল কী হল রিপোর্ট এলে বুঝতে পারব।” এরই সঙ্গে যোগ করেছেন, “একটা তরতাজা ছেলে। আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কী প্রভাব, তার এটা একটা নমুনা। ঠিক কী হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল। আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কী করছে? তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না। তারপরেও এতবড় রিস্ক থেকে যায়। এটাই চিন্তার বিষয়।”

শোকের মধ্যেও নিজের রাজনৈতিক ব্যক্তিত্বের সত্ত্বা থেকে সরে আসেননি দিলীপ (Dilip Ghosh)। ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লিগ এবং আরেক প্রতিবেশী দেশ নেপাল নিয়ে এদিন মুখ খুলেছেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গে তাঁর দাবি, “বাংলদেশে পালাবদলের পর থেকে অস্থিরতা চলছে। অতীতে বাংলাদেশে সেনা প্রধানকে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান হয়েছে। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। পাকিস্তানেও সেটাই হয়েছে। মৌলবাদী দেশ বলে এটা হচ্ছে। মুঘল পাঠান আমল থেকেই এই জিনিস হয়ে আসছে। গণতন্ত্রের নামে এইসব যে হচ্ছে ওখানে গণতন্ত্র আছে কোথায়?” আরও বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরান খানের। হয়ে গেল অন্য কেউ। বাংলাদেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। বাংলদেশে এখন যা চলছে তাতে আওয়ামী লিগ লীগ ব্যান করে একটা ফ্রন্ট তৈরির চেষ্টা চলছে। জামাতের লোকেরা সরকার গঠন করতে চায়। এই সুযোগে বিশ্বের দাদাগিরি করা দেশ নাক গলানোর সূযোগ পাবে। নেপালেও তাই। রাজ পরিবারকে শেষ করে একটা সরকার চাপিয়ে দেওয়া হয়েছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

অন্যদিকে এই অশান্ত সময়ে নেপাল নিয়ে ভারতের নীতি কী হওয়া উচিত এই প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “ওটা একটা স্বাধীন দেশ। মানুষ ঠিক করবেন ওখানে রাজতন্ত্র বা হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনা হবে কি না। বিশ্বের অনেক দেশে এইভাবে দেশ টুকরো হয়ে গেছে। ভারত যে গতিতে এগোচ্ছে তাকে সরাসরি বিরক্ত করার সাহস কারুর নেই। যারা চেষ্টা করেছে তারা জবাব পেয়েছে। আশেপাশের দেশগুলিকে অশান্ত করে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে। আমাদের যা বিদেশনীতি তাতে সাময়িক কিছু সমস্যা হলেও মোকাবিলা এবং সমাধান করা হবে।” তবে এর পাশাপাশি এও জানান, “নেপাল একটি গরীব দেশ। নিজস্ব কোনও রিসোর্স নেই। তারা আরও ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিবেশীদের সমস্যা হলে তার আঁচ আমাদের দেশের গায়ে লাগে। সেটাই চিন্তার বিষয়।”