নিউজ পোল ব্যুরো: মাওবাদের অন্ধকার অধ্যায়কে ইতিহাসে পরিণত করতে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে দেশের নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড় (Chattisgarh) ও তেলেঙ্গানার (Telengana) সীমানায় অবস্থিত দুর্গম কারেগুট্টা পাহাড় এখন মাওবাদীদের শেষ গড় হিসেবে চিহ্নিত হয়েছে। এই পাহাড় ঘিরেই চলছে ‘অপারেশন সংকল্প’ (Operation Sankalp) এক সর্বাত্মক অভিযানে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখতে শুরু করেছে আধাসেনা।
আরও পড়ুন: Delhi High Court: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই অপরাধ নয়, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের
সিআরপিএফ (CRPF) এবং সংশ্লিষ্ট রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে (Operation Sankalp) এখন পর্যন্ত ৩৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে, যাঁদের অধিকাংশের মাথার দাম ছিল কোটি টাকার উপরে। ২০ কিলোমিটারজুড়ে বিস্তৃত কারেগুট্টা পাহাড়ে রয়েছে ২৫০টিরও বেশি গুহা, যা বর্তমানে প্রায় ৩০০ থেকে ৪০০ মাওবাদীর আশ্রয়স্থল। অনুমান করা হচ্ছে, গুহাগুলোর ভিতর খাবার মজুত থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থাও গড়ে তুলেছে তারা।
এই অঞ্চলে নিরাপত্তা বলয়ের প্রায় ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনও মাওবাদী পালাতে না পারে। পাহাড় ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে। ব্যবহার করা হচ্ছে বায়ুসেনা ও বিএসএফের (BSF) হেলিকপ্টার, আধুনিক প্রযুক্তি, নজরদারি ড্রোন এবং বিশেষ প্রশিক্ষিত ইউনিট। ইতিমধ্যে মাটির নিচে পোঁতা একাধিক আইইডি ও ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা হয়েছে।
আধিকারিকদের দাবি, মাওবাদীদের একাধিক শীর্ষ নেতা এখন এই এলাকাতেই আত্মগোপন করে আছে এবং ২৮ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা সম্ভব হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বুধবার এক সাংবাদিক সম্মেলনে সিআরপিএফের ডিজি ও ছত্তিশগড় পুলিশের ডিজি জানালেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদমুক্ত করার লক্ষ্যে এই অভিযান (Operation Sankalp) এক ঐতিহাসিক পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ঘোষণার পর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্রে ব্যাপক হারে মাওবিরোধী অভিযান চালানো হচ্ছে।