Kangana Ranaut: ট্রাম্প বনাম মোদী? পোস্ট করে দলের চাপেই পিছু হটলেন কঙ্গনা রানাউত

দেশ

নিউজ পোল ব্যুরো: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) মানেই বিতর্কের ঝড়। বলিউড (Bollywood) থেকে রাজনীতি! প্রত্যেক মঞ্চেই তাঁর উপস্থিতি যেন অগ্নিস্ফুলিঙ্গ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তুলনা টেনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাংসদ-অভিনেত্রী।

আরও পড়ুন: Celebi Aviation: সেলেবি অ্যাভিয়েশন বিতর্ক: ‘আমরা তুরস্কের কোম্পানি নই’, দাবি সংস্থার

সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়, অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে বৈঠকে ট্রাম্প (Trump) নাকি বলেন, “তুমি আমার বন্ধু, তোমাকে সাহায্য করতে চাই, তবে গোটা ভারতজুড়ে আইফোন উৎপাদন বাড়ানোর চিন্তা আমার পছন্দ নয়।” তিনি আরও বলেন, ভারতের শুল্কনীতি আমেরিকান পণ্যের পক্ষে প্রতিকূল।

এই খবর সামনে আসতেই কঙ্গনা রানাউত (Kangana Ranaut) নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এক বিস্ফোরক পোস্ট করেন। তিনি লেখেন, “ভারতের প্রতি ট্রাম্পের প্রেম কোথায় হারাল? কারণ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। ট্রাম্পের (Donald Trump) দ্বিতীয় মেয়াদ চলছে, কিন্তু মোদীর তৃতীয়। আর মোদী হলেন এমন এক নেতা, যিনি সব আলফা মেলদের ‘বস’।” শেষে যোগ করেন, “এটা কি ঈর্ষা, না কূটনৈতিক নিরাপত্তাহীনতা?”

এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। বিজেপির অন্দরমহলেও শোরগোল পড়ে যায় সাংসদ কঙ্গনার এমন প্রকাশ্য মন্তব্য ঘিরে। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা স্বয়ং কঙ্গনাকে ফোন করে এই পোস্ট সরিয়ে ফেলতে বলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

দলীয় নির্দেশ মেনে কঙ্গনা (Kangana Ranaut) সেই পোস্ট মুছে দেন এবং ইনস্টাগ্রাম থেকেও তা ডিলিট করে লেখেন, “জেপি নাড্ডাজি’র (JP Nadda) নির্দেশে পোস্টটি সরিয়ে দিলাম। ধন্যবাদ।”