Operation Sindoor: অপারেশন সিঁদুরে ধ্বংস পাকিস্তানের এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মিলল স্বীকারোক্তি

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল বাংলা: পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরে পাকিস্তানের কত বড় ক্ষতি হয়েছে তা নিজে মুখেই স্বীকার করলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার। প্রকাশ্যে স্বীকার করলেন ৯ এবং ১০ মে মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুরের সময় এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) হারানোর কথা। এই মন্তব্যই গোটা বিশ্বের কাছে আরও একবার অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান কতটা শক্তিশালী তা প্রমাণ করে দিয়েছে। সেই সঙ্গেই ইসলামাবাদের এই দাবিকেও খণ্ডন করে দিয়েছে যে ভারত পাকিস্তানের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এমনকি ভারতের করা অরাপেশন সিঁদুরে(Operation Sindoor) ভোলারি বিমানঘাঁটিতে পাক বিমান বাহিনীর ৬ সদস্যের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার বলেছেন, ইসলামাবাদের ভোলারি বিমানঘাঁটিতে ভারতের একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে পাকিস্তানের সেই বিমানটি যা দূরপাল্লার রাডার নজরদারি এবং আকাশসীমা নিয়ন্ত্রণ করত। একটি ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, “তারা (ভারতীয় বাহিনী) পরপর চারটি ব্রহ্মোস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র না-কি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আমি নিশ্চিত নই। পাকিস্তানি পাইলটরা তাদের বিমানকে সুরক্ষিত করার জন্য দ্রুত ছুটে যান, কিন্তু ক্ষেপণাস্ত্রগুলি আসতে থাকে, এবং দুর্ভাগ্যবশত, চতুর্থটি ভোলারি বিমানঘাঁটির হ্যাঙ্গারে আঘাত করে, যেখানে আমাদের একটি AWACS দাঁড়িয়ে ছিল। যা ক্ষতিগ্রস্ত হয়েছে।” ভারতীয় সেনার ফ্রন্টাল ফোর্স এই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। AWACS দীর্ঘ পরিসরে বিমান, জাহাজ, যানবাহন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আগত প্রজেক্টাইল সনাক্ত করতে সক্ষম করে। পাকিস্তানের সেই বিমান জাহাজে এবং স্থলে অপারেটরদের হুমকি সনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং ব্যবস্থা নিতেও সহায়তা করত।

আরও পড়ুনঃ মাসুদ আজহারকে ১৪ কোটি দেবে পাকিস্তান, IMF-কে ঋণ পুনর্বিবেচনা আহ্বান রাজনাথের

অন্যদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, “সিন্ধুতে কী হচ্ছে দেখুন। সিন্ধুতে ৭ জন শহিদ হয়েছেন। বোলারিতে যে হামলা হয়েছিল, তাতে বিমান বাহিনীর ছয়জন কর্মকর্তা এবং টেকনিশিয়ান শহীদ হয়েছিলেন। সিন্ধুতে প্রথম শহীদ ছিলেন বখতার লাগারি, যিনি ঘাটকিতে শহীদ হয়েছিলেন।” এই প্রসঙ্গে উল্লেখ্য, সিন্ধু প্রদেশের ভোলারি বিমানঘাঁটি, বন্দর নগরী করাচি থেকে ১০০ মাইলেরও কম দূরে অবস্থিত। অপারেশন সিঁদুরের সময় ভারতের লক্ষ্যবস্তুর মধ্যে একটি ছিল এই বিমানঘাঁটি । ২০১৭ সালের ডিসেম্বরে কমিশন করা হয়েছিল এটিকে। যা পাকিস্তানের সবচেয়ে উন্নত প্রধান অপারেশনাল ঘাঁটিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হত। ভারতের বিমান হামলার পর (Operation Sindoor) স্যাটেলাইট ইমেজে বিমানঘাঁটির ব্যাপক ক্ষতির প্রমাণ পাওয়া গিয়েছে যেখানে বিমান সুরক্ষিত রাখা হয়। ভারতের হামলায় কিছু পাক বিমানও সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT