নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারত যে আর চুপ করে বসে থাকবে না, তা প্রমাণ করে দিয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে। ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় (Vaisran Valley) ধর্মীয় পরিচয় জেনে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় ২৫ নিরপরাধ পর্যটককে। তাঁদের রক্ষা করতে গিয়ে শহিদ হন এক সাহসী কাশ্মীরি যুবক। সেই বর্বরতার জবাব দিতে ভারত (India) সময় নেয় মাত্র ১৫ দিন। ৬ মে রাতে পাকিস্তানের মাটি কাঁপিয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। নিকেশ হয় শতাধিক জঙ্গি। ব্রহ্মস মিসাইলের (Brahmos missile) গর্জনে রাতের অন্ধকারও যেন দিনের আলোয় পরিণত হয়েছিল।
এই পাল্টা হামলার জেরে পিছু হটে পাকিস্তান (Pakistan)। যুদ্ধবিরতির আর্জি জানিয়ে ইসলামাবাদ (Islamabaad) প্রতিশ্রুতি দেয়, আর সন্ত্রাসে মদত দেবে না। ১০ মে ভারতের সম্মতি মেলে যুদ্ধবিরতিতে। ১২ মে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানান, “এটি শুধুই বিরতি, লড়াই থামেনি।”
এই ঘটনারই পটভূমিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) গুজরাটের ভুজ এয়ারবেস থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেন, “অপারেশন সিঁদুর (Operation Sindoor) কেবল এক ট্রেলার, পুরো ছবি এখনও দেখা বাকি। পাকিস্তান (Pakistan) যদি আবার আগুন জ্বালায়, তাহলে আমাদের জবাব আরও ভয়াবহ হবে।” তিনি জানান, ভারতীয় সেনারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি, মুরাক্কায় লস্করের শিবির এবং হিজবুল মুজাহিদিনের কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনাথ (Rajnath Singh) আরও বলেন, “ভারত শান্তি চায়, কিন্তু দুর্বল নয়। পাকিস্তানকে এবার পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে—সিঁদুরে (Operation Sindoor) হাত দিলে ভারত কী করতে পারে।”