নিউজ পোল বাংলা: পহেলগাঁও জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ধর্ম জেনে ২৫ জন পর্যটককে জঙ্গিরা খুন করেছিল। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এক কাশ্মীরীর। সেই হামলার সঙ্গেই সরাসরি যোগ মিলেছিল পাকিস্তানের। দেশের নিরীহ পর্যটকদের রক্ত ঝড়ানোর বদলা নিয়েছে ভারত। মোদী সরকার সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানের মাধ্যমে নিয়েছে। পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনারা গুঁড়িয়ে দিয়ে এসেছে জঙ্গিদের ঘাতি। সেই অভিযানের পর শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বলেছেন পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার জবাবে ভারতের পাল্টা আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইচ্ছাশক্তি, বিভিন্ন সংস্থার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অগ্নিশক্তির প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ ‘অপারেশন সিন্দুর’কে দেশের বর্ধিত কৌশলগত এবং পরিচালনাগত দক্ষতার একটি উল্লেখযোগ্য প্রমাণ হিসেবে বর্ণনা করেন। শুক্রবার নয়াদিল্লির নর্থ ব্লকে নতুন মাল্টি-এজেন্সি সেন্টার (MAC) উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপারেশন সিঁন্দুর হল প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি, আমাদের সংস্থাগুলির সঠিক গোয়েন্দা তথ্য এবং আমাদের তিন সশস্ত্র বাহিনীর অনবদ্য আক্রমণ ক্ষমতার এক অনন্য প্রতীক। ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার পর আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সময়োপযোগী তথ্য শেয়ার করে নেওয়ার লক্ষ্যে ইন্টিলেজেন্স ব্যুরোর অধীনে মাল্টি-এজেন্সি সেন্টার তৈরি করা হয়েছিল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী “ভবিষ্যতের জন্য প্রস্তুত নিরাপত্তা বাস্তুতন্ত্র” তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিন তিনি কথা বলেন মাওবাদী বিরোধী অভিযান নিয়েও। শাহ বলেছেন, “আমি আবারও দেশবাসীকে আশ্বস্ত করছি যে ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে ভারত নকশালমুক্ত হবে।”
সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মদত নিয়েও মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেছেন ভারত পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিল যে “যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে যুদ্ধের রূপ হিসেবে বিবেচনা করা হবে”। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিত করে বলেছেন যে, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান অব্যাহত রাখবে। এমনকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “অপারেশন সিঁদুর (Operation Sindoor) কেবল এক ট্রেলার, পুরো ছবি এখনও দেখা বাকি। পাকিস্তান (Pakistan) যদি আবার আগুন জ্বালায়, তাহলে আমাদের জবাব আরও ভয়াবহ হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT