নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদে সরাসরি মদত থাকা সত্বেও গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের বেইলআউট (সহায়তা ঋণ) অনুমোদন করেছে। যার তীব্র বিরোধীতা করেছিল ভারত। তা সত্বেও IMF ঋণ অনুমোদন করেছে। এই বিষয় নিয়ে ফের একবার সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অপারেশন সিঁদুরের মাসুদ আজাহারের পরিবারের ১৪ সদস্যের মৃত্যুতে পাকিস্তান তাকে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। তার পরেই রাজনাথ সিং বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পাকিস্তানকে ঋন দেওয়া নিয়ে চিন্তাভাবনা করা উচিত।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার জোর দিয়ে বলেছেন, পাকিস্তান অপারেশন সিঁন্দুর অভিযানে ভারতে দ্বারা ধ্বংস হওয়া সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পুনর্নির্মাণের চেষ্টা করছে। এর পরেই তিনি বলেন পাকিস্তানকে ১০০ কোটি ডলারের বেইলআউট (সহায়তা ঋণ) অনুমোদন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( IMF) দেওয়া ভাবা উচিত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী IMF-এর অনুদান দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। গুজরাটের ভূজ বিমানঘাঁটিতে ভাষণ দেওয়ার সময়ে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া “বিমানবাহিনী যোদ্ধাদের” প্রশংসা করেন। তিনি জোড়াল ভাবে বলেন, আইএমএফ ঋণের একটি উল্লেখযোগ্য অংশ “অবশ্যই” সন্ত্রাসবাদী পরিকাঠামোর তহবিলে ব্যবহার করবে পাকিস্তান। রাজনাথ বলেছেন, “পাকিস্তান সরকার মুরিদকে এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর-ই-তৈবা (LeT) এবং জইশ-ই-মহম্মদের (JeM) সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে। আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই সন্ত্রাসবাদী পরিকাঠামো তহবিল তৈরিতে ব্যবহার করা হবে। এটি কি আইএমএফের পরোক্ষ অর্থায়ন হিসেবে বিবেচিত হবে না?”
আরও পড়ুনঃ Celebi Aviation: সেলেবি অ্যাভিয়েশন বিতর্ক: ‘আমরা তুরস্কের কোম্পানি নই’, দাবি সংস্থার
পহেলগাঁওতে সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাক উত্তাপের আবহে ৯ মে ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ(IMF) তার এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (EFF) ঋণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামাবাদের জন্য ১ বিলিয়ন ডলারের একটি ঋন অনুমোদন করে। প্রতিরক্ষামন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে পাকিস্তানকে যেকোনো ধরণের আর্থিক সহায়তা সন্ত্রাসবাদে অর্থায়নের চেয়ে কম কিছু নয়। তাঁর সাফ কথা, ” জাতিসংঘের মনোনীত সন্ত্রাসবাদী হওয়া সত্বেও সেখানকার(পাকিস্তান) সরকার মাসুদ আজহারকে ১৪ কোটি টাকা যা সাধারণ পাকিস্তানি করদাতাদের কাছ থেকে সংগৃহীত ব্যয় করার পরিকল্পনা করছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT