নিউজ পোল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশিকে (Sofiya Qureshi) ঘিরে বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে চলছে ক্ষোভ। এবার তাঁর পরিবারের তরফে সরাসরি প্রধানমন্ত্রীর (Narendra Modi) কাছে দাবি জানানো হল। অবিলম্বে বরখাস্ত করা হোক মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে (Vijay Shah)।
আরও পড়ুন: Kangana Ranaut: ট্রাম্প বনাম মোদী? পোস্ট করে দলের চাপেই পিছু হটলেন কঙ্গনা রানাউত
কর্নেল কুরেশির (Sofiya Qureshi) ভাই বান্টি সুলেমান বলেন, “সোফিয়া শুধুই আমাদের বোন নয়, তিনি এই দেশের গর্ব, সেনাবাহিনীর বীরকন্যা। তাঁকে নিয়ে মন্ত্রীর এমন মন্তব্য শুধু অশালীন নয়, জাতির অপমানও বটে।”
ঘটনার সূত্রপাত, ৭ মে। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) বদলা নিতে ভারতীয় সেনা (Indian Army) চিরচেনা নিখুঁত কৌশলে ধ্বংস করে দেয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। সেই গোপন অপারেশন ‘সিঁদুর’-এর মুখ হয়ে ওঠেন কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi) ও উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh)। দেশের সামনে আসেন সাহসিকতার প্রতীক হিসেবে।
এই সময়েই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)। নাম না করলেও ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেন। বলেন, “প্রধানমন্ত্রী মোদীজি (Narendra Modi) ওদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন, যাতে জঙ্গিদের শিক্ষা দেওয়া যায়।” এই ঘৃণ্য মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে।
সোফিয়ার পরিবার এই বক্তব্যকে ‘ধর্মীয় বিদ্বেষ’ এবং ‘মহিলাদের অসম্মান’ হিসেবে ব্যাখ্যা করে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও লিখিত আবেদন পাঠানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে সুপ্রিম কোর্ট (Supreme Court) মন্ত্রীর বিরুদ্ধে করা রক্ষাকবচের আবেদন খারিজ করেছে। এমনকি, মধ্যপ্রদেশ বিজেপির (BJP) কিছু নেতা সোফিয়ার বাড়িতে গিয়ে দুঃখপ্রকাশ করেন এবং আশ্বাস দেন, দল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।