DA: অবিলম্বে দিতে হবে ২৫ শতাংশ ডিএ, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

breakingnews কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: ডিএ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের রায়ে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। সকালে ডিএ (DA) মামলার শুনানির শুরুতেই সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার হয় অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে। বিচারপতি করোলের নির্দেশ শোনার পরেই রাজ্য সরকারের পক্ষে সওয়াল করতে ওঠেন আইনজীবী অভিষেক মনু সিংভী। বলেন এটা অসম্ভব ব্যপার। রাজ্যের কোমর ভেঙে যাবে আর্থিক স্বাস্থ্য ভেঙে পড়বে। রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি জানান অবিলম্বে ২৫ শতাংশ ডিএ রাজ্য সরকারী কর্মীদের এখনই দিয়ে দিতে হবে বাকিটা মামলার চূড়ান্ত শুনানির শেষে দিতে হবে।

রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারী দের ২৫ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে হবে। শীর্ষ আদালতের এই রায়কে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট জয় বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এমনকি শীর্ষ আদালিত রায় দেওয়ার পরেই সংগ্রামী যৌথ মঞ্চ মিষ্টি মুখ করিয়েছেন একে অপরকে। বলছেন তাঁরা জানতেন এই ডিএ মামতা জয় তাঁদেরই হবে। অন্যদিকে আদালতের খবর চাউর হতেই খুশির হাওয়া বইছে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি কলকাতায় কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছিল রাজ্যসরকারি কর্মীরা। সেই মামলাতেই এল বড় জয়।

আরও পড়ুনঃ India Pakistan Ceasefire: সীমান্তে শান্তির ছায়া, কূটনীতির পর্দার আড়ালে ভারত-পাক যুদ্ধবিরতির কাহিনী

তবে একদিকে যখন এসএসসি(SSC) সহ একাধিক ইস্যুতে বেকায়দায় রয়েছে rajy সরকার তখন গোদের উপর বিষফোঁড়ার মত যোগ হল মহার্ঘ ভাতা (DA) সম্পর্কিত সুপ্রিম নির্দেশ। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন নির্বাচনের আগে এসএসসি সহ ডিএ মামলা নিয়ে শীর্ষ আদালতের এই রায় বেশ চাপে ফেলবে তৃণমূল সরকারকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT