নিউজ পোল ব্যুরো: বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার আবহে, কাতারে (Qatar) সম্প্রতি ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ফের আলোচনার কেন্দ্রে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে কূটনৈতিক সৌজন্য বিনিময়ের সূত্রে আবারও উঠে এসেছে দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্কের নতুন সম্ভাবনা।
আরও পড়ুন: Operation Sindoor: পাকিস্তান যদি আবার আগুন জ্বালায়, তাহলে আমাদের জবাব আরও ভয়াবহ হবে: রাজনাথ সিং
দোহায় লুসেইল প্রাসাদে আয়োজিত এক রাজকীয় নৈশভোজে একত্রে দেখা যায় মুকেশ আম্বানি (Mukesh Ambani), ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং কাতারের (Qatar) আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে। উপস্থিত ছিলেন (Qatar) প্রযুক্তি দুনিয়ার আরেক মহারথী, স্পেসএক্স কর্তা এলন মাস্কও (Elon Musk)। যদিও ট্রাম্প ও মুকেশের মধ্যে কথোপকথন খুব সংক্ষিপ্ত ছিল, তবু কূটনৈতিক মহলের মতে, সৌজন্য সাক্ষাতের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের নানা ইঙ্গিত।
বস্তুত, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কড়া আমদানি শুল্ক নীতির জেরে বিশ্ববাজারে উদ্বেগ থাকলেও, রিলায়েন্স ও হোয়াইট হাউসের সম্পর্ক বরাবরই দৃঢ়। ট্রাম্পের দ্বিতীয় দফার শপথ অনুষ্ঠানে স্ত্রী নীতার সঙ্গে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। ২০২৪ সালে আমেরিকা (America) থেকে শুল্ক ছাড় ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির অনুমতি রিলায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল।
বর্তমানে মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে রিলায়েন্স সে আমদানি সাময়িকভাবে বন্ধ রাখলেও, আমেরিকার বাণিজ্য সচিব হওয়ার্ড লুৎনিকের সঙ্গে মুকেশের সৌজন্য আলোচনা নতুন দ্বিপাক্ষিক বোঝাপড়ার ইঙ্গিত দিতে পারে বলে মত বিশ্লেষকদের।
এই সৌজন্য সাক্ষাৎ প্রকাশ্যে আসতেই ভারতের বাজারেও প্রতিফলন দেখা যায়। রিলায়েন্সের শেয়ারের দাম বেড়ে যায় প্রায় ২ শতাংশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সব মিলিয়ে, একদিকে যখন বাণিজ্য নীতিতে কড়াকড়ি, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্ক ও সম্ভাব্য আলোচনার রসায়ন ফের ইঙ্গিত দিচ্ছে যে, আন্তর্জাতিক মঞ্চে মুকেশ আম্বানির কূটনৈতিক দক্ষতা শুধু ভারত নয়, বিশ্ব অর্থনীতির সমীকরণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।