নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের ডিএ মামলায় (DA News Update) বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার (Sandip Mehta) ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, সমস্ত সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ বকেয়ার (DA News Update) অন্তত ২৫ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। শুনানির শুরুতেই আদালত (Court) জানায়, তারা সরকারের উপস্থাপিত যুক্তি ও আগের সব রায় খতিয়ে দেখেছে। বিচারপতিরা বলেন, “আমরা খুব বেশি হস্তক্ষেপ করতে চাই না। আপাতত আপনারা অন্তত ৫০ শতাংশ বকেয়া মেটান।”
আরও পড়ুন: মাসুদ আজহারকে ১৪ কোটি দেবে পাকিস্তান, IMF-কে ঋণ পুনর্বিবেচনা আহ্বান রাজনাথের
তবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি Manu Singhviপালটা যুক্তি দেন, ৫০ শতাংশ বকেয়া মানে প্রায় ২০ হাজার কোটি টাকা। যা রাজ্যের আর্থিক ভারসাম্যে বড় ধাক্কা দেবে। এরপরই আদালত (Supreme Court) সিদ্ধান্ত নেয়, আপাতত ২৫ শতাংশ পরিশোধ করুক রাজ্য। মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে।
ডিএ মামলার (DA News Update) এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের ব্যয় সংক্রান্ত চিত্রটিও সামনে আসছে। বিভিন্ন সামাজিক প্রকল্পে রাজ্য সরকারের ব্যয়ের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য। যেমন—লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Vandar) প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় ২.২১ কোটি মানুষ, যার জন্য বরাদ্দ ৫০ হাজার কোটি টাকা। কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পে সুবিধাভোগী প্রায় ১ কোটি মেয়ের জন্য বরাদ্দ হয়েছে ১৫ হাজার কোটি টাকা।
শিক্ষাক্ষেত্রেও ব্যয় হয়েছে মোটা অঙ্ক প্রায় ১.২৬ কোটি ছাত্রের জন্য রাজ্য খরচ করেছে ৪৬০০ কোটি টাকা। স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত ৮ কোটিরও বেশি নাগরিক, ২০২৩-২৪ অর্থবর্ষে যা বাবদ ব্যয় হয়েছে প্রায় ২৭০০ কোটি টাকা।
অন্যদিকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে ৬ কোটির বেশি রেশন কার্ডধারী প্রতি মাসে পাচ্ছেন চাল ও আটা, রমজানে যুক্ত হয়েছে চিনি ও ছোলা। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে—যেখানে রাজ্য এত সামাজিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ডিএ বকেয়া মেটাতে এত টালবাহানা কেন?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখন নজর আগস্টের শুনানির দিকে, যেখানে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় নির্ধারণ করবে এই দীর্ঘদিনের টানাপোড়েনের ভবিষ্যৎ।