Pakistan : ২.৩০ মিনিটে ঘুম থেকে জাগিয়ে তোলেন মুনির, ভারতের প্রত্যাঘাতের মুহূর্তের বর্ণনা দিলেন শাহবাজ

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) জারিজুরি সব শেষ। ঝুলি থেকে শেষপর্যন্ত বেড়ালটা বেরিয়েই পড়লো। ওই রাতে ঠিক কি হয়েছিল জেনে গেলো বিশ্ববাসী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ১০ মে ভোরে অপারেশন সিঁদুরের(Opreation Sindoor) অংশ হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ভারতের নির্ভুল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন সেই রাতের পরপর ঘটনাক্রম। যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আরও একবার পাকিস্তানের মিথ্যের মুখোশ খুলে পড়েছে। শাহবাজ শরীফ যে রাতের বর্ণনা দিয়েছেন তাতে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে সন্ত্রাসবাদ দমনে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের শীর্ষ কর্তাদের অবস্থা ঠিক কি হয়েছিল ওই রাতে।

শুক্রবার পাকিস্তান মনুমেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শরীফ বলেন যে ভারতীয় অভিযান শুরু হওয়ার কিছুক্ষণ পর সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তাকে রাত ২.৩০ মিনিটে ঘুম থেকে জাগিয়ে তোলেন। এটাই পাক প্রধানমন্ত্রীর স্বীকারোক্তির প্রথম ভিডিও যেখানে তিনি সাম্প্রতিক চার দিনের উত্তেজনা সম্পর্কে কথা বলছেন। রাত তখন আড়াইটে ফোনের ওপ্রান্তে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। ব্রিফ করছেন ফোনের এপ্রান্তে থাকা পাক প্রধানমন্ত্রীকে। দেন দিচ্ছেন ভারতের আক্রমণে ক্ষয় ক্ষতির বিবরণ। ইসলামাবাদে সাংবাদিকদের সামনে পাক প্রধানমন্ত্রী বলেছেন, “জেনারেল মুনির ভোর আড়াইটায় আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে হামলার কথা জানান। এটি ছিল গভীর উদ্বেগের মুহূর্ত।” সেই ভিডিও বিজেপির জাতীয় তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য এক্স-এ শেয়ার করে এই ঘটনাটিকে অপারেশন সিঁদুরের সাহসিকতা এবং দক্ষতার প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন। লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই স্বীকার করলেন রাত আড়াইটের সময় জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে খবর দিয়েছিলেন ভারত নুর খান বিমান ঘাঁটি ও আরও বহু জায়গায় হামলা চালিয়েছে। অর্থাৎ মাঝরাতে প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে এই খবর দেওয়া হয়েছিল। যা অপারেশন সিঁদুরের গভীরতা, সাহসিকতারই পরিচয় দেন।’

আরও পড়ুনঃ Bomb Thrate in Mumbai: আফজল গুরুর ফাঁসির বদলা নিতে মুম্বাই বিমানবন্দর ও তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি

কথায় আছে না চোরের মায়ের বরো গলা। সেইটাই করেছিলেন পাক (Pakistan) প্রধানমন্ত্রী। কিন্তু ভারতের অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা বলে গলা চড়িয়েও লাভের লাভ কিছুই হল না। স্লিপ অফ টাং-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফের মুখ থেকে সত্যি প্রকাশিত হল। এতদিন অস্বীকার করে আসছিলেন ভারতের আক্রমণ কোনো ক্ষতিই হয়নি । সেটা যে মিথ্যা নিজের মুখেই স্বীকার করলেন শাহবাজ। প্রসঙ্গত, ২২ এপ্রিল শুরুটা করেছিল পাকিস্তানই। পহেলগাঁওতে নিরীহ ২৫ জন পর্যটকদের ধর্ম জেনে গুলি করে খুন করেছিল জঙ্গিরা মৃত্যু হয়েছিল এক মুসলিম কাশ্মীরীর। ভারতীয় নারীদের সিন্দুর মোছার বদলা মোদী সরকার অপারেশন সিঁদুরের মাধ্যমে নিয়েছিল ভারত। ৭ মে মধ্যরাতে মাত্র ২৩ মিনিটের অভিযানে পাকিস্তানে জঙ্গিদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দেয় পাকিস্তান। শতাধিক জঙ্গির মৃত্যু হয়। যার প্রমাণও দিয়ে দিয়েছে ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT