নিউজ পোল ব্যুরো: ট্রাভেল ব্লগিং-এর পিছনে যে গুপ্তচরবৃত্তির কাজ চলত তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। অপারেশন সিঁদুরের পর থেকেই দেশজুড়ে লুকিয়ে থাকা শত্রুদের খোঁজে চলছে তল্লাশি। গোয়েন্দারা খুঁজে বের করছেন দেশ থেকে কারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তদন্তে নেমেই সামনে এসেছে একাধিক তথ্য। পাকিস্তানের (Pakitstan) হয়ে গুপ্তচরবৃত্তির (SPY) অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা(Jyoti Malhotra) সহ ৬ জনকে। উঠেছে টাকার বিনিময়ে ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগ।
ইউটিউব (YouTuber) এবং ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় জনপ্রিয় জ্যোতি মালহোত্রা। সূত্রের খবর এই বছরের শুরুতে পাকিস্তানে গিয়েছিলেন। এমনকি পাকিস্তান ঘুরতে যাওয়ার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। তিনি পাকিস্তানি এজেন্টদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করতেন বলেই গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। সুন্দরী এই গুপ্তচরকে গ্রেফতারের পর জানা গিয়েছে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে ছিল তার পরিচয়। ট্রাভেল ভিডিও বানানোর ছুতোয় পাকিস্তানে গিয়ে একাধিক আইএসআই(ISI) এজেন্ট এবং কর্তার সঙ্গে দেখা করেছে জ্যোতি। তিনবার গিয়েছে পাকিস্তানে। এমনকি হরিয়ানা এবং পাঞ্জাবে বড় চর নেটওয়ার্ক তৈরি করেছে বলেও মিলেছে তথ্য। সন্দেহ এড়াতে সে ‘জট্ট রন্ধাওয়া’র মতো ছদ্মবেশী নাম ব্যবহার করে পাক যোগাযোগগুলি সংরক্ষণ করেছিল। তদন্তকারীরা অভিযোগ করেছেন যে তিনি ভারতীয় অবস্থান সম্পর্কে সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। পুলিশ জানিয়েছে তার একজন গোয়েন্দা কর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে এবং তার সাথে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিলেন।
উল্লেখ্য, ৬ জনের সাথে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রা, ‘ট্র্যাভেল উইথ জো’ ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং তার প্রায় ৩,৭৭,০০০ ফলোয়ার রয়েছে। তাছাড়াও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘travelwithjo1’-এর ১,৩২,০০০ ফলোয়ার রয়েছে। তার অ্যাকাউন্ট থেকে জানা যায় যে তিনি ভারত জুড়ে ভ্রমণ করেছেন। সেইসঙ্গে ইন্দোনেশিয়া এবং চিনের মতো জায়গাতেও গিয়েছেন। তবে, বিশেষ করে নজরদেওয়ার বিষয় হল পাকিস্তান(Pakitstan) ভ্রমণের তার অসংখ্য ভিডিও এবং রিল রয়েছে তার অ্যাকাউন্টে। এমনকি তাকে পাকিস্তানের হয়ে কথা বলতেও দেখা গিয়েছে। গোয়েন্দারা বলছেন তার পাকিস্তান সফর গুপ্তচরবৃত্তির(SPY) জন্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT