Bank of Baroda:ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির মেগা সুযোগ!৫০০ শূন্যপদ,শীঘ্রই করুন আবেদন!

পেজ 3

নিউজ পোল ব্যুরো:ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) অফিস অ্যাসিসট্যান্ট (পিওন) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি বিভিন্ন রাজ্যে মোট ৫০০ জন কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে, ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/18/kalej-valley-darjeeling-rainbow-falls/

আবেদন জানানোর জন্য ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) অফিসিয়াল ওয়েবসাইট হল:ব্যাঙ্কঅফবরোদা.ইন(bankofbaroda.in)।আবেদনকারীদের জন্য নিজস্ব ইমেল আইডি এবং যোগাযোগের জন্য একটি ফোন নম্বর থাকা আবশ্যক।

বিভিন্ন শ্রেণিতে শূন্যপদের সংখ্যা নীচে উল্লেখ করা হলো:

জেনারেল – ২২২
ওবিসি – ১০৮
ইকোনমিকালি উইকার সেকশন – ৪২
তফশিলি জাতি – ৬৫
তফশিলি উপজাতি – ৩৩
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন (S.S.C./Matriculation) অথবা সমতুল্য পরীক্ষায় স্বীকৃত স্কুল থেকে পাশ করতে হবে। এছাড়াও, যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে চাকরি করবেন, সেখানকার স্থানীয় ভাষা ভালোভাবে জানা অত্যাবশ্যক। স্থানীয় ভাষায় লিখতে, পড়তে এবং বলতে পারদর্শী হতে হবে।

আবেদন ফি-এর বিষয়ে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল:

জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৬০০ টাকা এবং এর সাথে প্রযোজ্য ট্যাক্স ধার্য করা হয়েছে।
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মহিলা আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।
অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই জমা দেওয়া যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

নিয়োগের জন্য পরীক্ষার পদ্ধতিটি হবে নিম্নরূপ:

মোট চারটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি পরীক্ষার জন্য সময় থাকবে ২০ মিনিট। প্রতিটি পরীক্ষায় ২৫টি প্রশ্ন থাকবে এবং প্রতিটির পূর্ণমান ২৫ নম্বর। অর্থাৎ, চারটি পরীক্ষা মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষাটি ইংরেজি ও হিন্দির পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষাতেও নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার প্রথমে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের স্থানীয় ভাষার উপর আরও একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।তারপর আপনি ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) অফিস অ্যাসিসট্যান্ট (পিওন) পদে নিয়োগ হতে পারবেন।