Bhumi Pednekar: কাহিনী নয়, নজর কাড়ল ঠোঁট! ‘দ্য রয়্যালস্‌’ সিরিজে নতুন বিতর্কে ভূমি

পেজ 3

নিউজপোল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় ‘দ্য রয়্যালস্‌’, যেখানে প্রথমবার জুটি বেঁধেছেন ঈশান খট্টর ও ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। সিরিজ়টি ঘিরে দর্শকদের মধ্যে কিছুটা আগ্রহ থাকলেও, মুক্তির পর প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়নি এই প্রজেক্ট। সমালোচকদের মতে, এই ধাঁচের গল্প ও উপস্থাপনা আগেই বহুবার দেখা গিয়েছে আন্তর্জাতিক কনটেন্টে।

আরো পড়ুন: Entertainment: ‘কোই মিল গয়া’র জাদু আসলে কে?

তবে অভিনয়ে ঈশান খট্টর প্রশংসা পেয়েছেন, কিন্তু আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাঁর সহ-অভিনেত্রী ভূমি (Bhumi Pednekar), তাও অভিনয়ের জন্য নয়, বরং তাঁর ঠোঁট ঘিরে। সামাজিক মাধ্যমে বহু নেটিজ়েন মন্তব্য করেছেন, সিরিজ়ে নায়িকার থেকে বেশি নজর কেড়েছে তাঁর ঠোঁট। অনেকেই ধরে নিচ্ছেন, তিনি কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছেন।

এই নিয়ে কটাক্ষ, মিম ও বিদ্রুপে ভরে উঠেছে নেটদুনিয়া।এ বিষয়ে ভূমি অতীতেও মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “মানুষ আজকাল সব কিছু নিয়ে মন্তব্য করতে ভালবাসে। একবার একজন বলেই ফেলেছিলেন—‘তোমার ঠোঁট খুব বড়’। আমি তো বলি, এমন ঠোঁট পাওয়ার জন্য অনেকে কসমেটিক সার্জারিতে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। তাহলে এটাকে সমস্যা বলা হচ্ছে কেন?”

‘দ্য রয়্যালস্‌’-এ ঈশান-ভূমির অনস্ক্রিন রসায়ন নিয়েও দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সিরিজ়ে আরও রয়েছেন জ়িনত আমন, নোরা ফতেহি, সাক্ষী তনওয়ার, মিলিন্দ সোমান, দিনো মোরিয়া এবং চাঙ্কি পাণ্ডে।উল্লেখ্য, ভূমিকে এর আগে দেখা গিয়েছে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ও ‘ভক্ষক’ ছবিতে। বিশেষ করে ‘ভক্ষক’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT