Eye Health : চোখে লেন্স পরে স্নান করছেন? দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়ছে

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: চোখে কনট্যাক্ট লেন্স (contact lens )ব্যবহার করছেন মানেই সেই সঙ্গে রাখতে হবে নানা সরঞ্জাম। কিন্তু বাইরে বেরনোর সময় প্রায়ই কেউ কেউ প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিতে ভুলে যান। আবার বাড়িতেও বার বার খুলে-পরার ঝক্কি থাকায় অনেক সময়েই চোখে লেন্স রেখেই নিত্যদিনের নানা কাজ সেরে ফেলেন অনেকে। অথচ এটি চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর (Eye Health) হতে পারে।প্রতিদিন কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন যাঁরা, তাঁদের জানতেই হবে— লেন্স পরা মানেই শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, তার সঙ্গে আছে একগুচ্ছ বিধিনিষেধও। স্নান করা, চোখ-মুখ ধোওয়া, বৃষ্টিতে ভেজা, এমনকি সাঁতার (swimming, )কাটা— এই সবই যদি লেন্স পরেই করেন, তা হলে চোখের বড় ধরনের ক্ষতি হতে পারে। জলের সংস্পর্শে লেন্স এলেই চোখে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে।

আরও পড়ুন:

বিশেষজ্ঞদের মতে, স্নানের জলে নানা ধরনের পরজীবী থাকতে পারে। এর মধ্যে একটি হল Acanthamoeba— এটি জলে সিস্ট হিসেবে বেঁচে থাকে এবং চোখে সংক্রমণ ঘটাতে পারে। এই সংক্রমণের ফলে কর্নিয়ায় Acanthamoeba keratitis হতে পারে। কর্নিয়া ফুলে যায়, দৃষ্টিশক্তি (Eye Health) কমে যেতে পারে, এমনকি স্থায়ী ক্ষতিও হতে পারে যদি সময়মতো চিকিৎসা না করা হয়।এছাড়া আরেকটি বড় সমস্যা হল Microbial Keratitis— এটি একটি ধরনের সংক্রমণ, যেখানে বিভিন্ন জলবাহিত জীবাণু কর্নিয়ায় প্রবেশ করে এবং ইনফেকশন ঘটায়। এই জীবাণুগুলি ট্যাপের জল, শাওয়ারের জল, পুকুর বা হ্রদের জলের মধ্যেও থাকে। লেন্স পরা অবস্থায় এই জলে চোখ ধোলে জীবাণু সহজেই চোখে ঢুকে যেতে পারে। ফলে কর্নিয়ায় ক্ষত তৈরি হয়, যা কখনও কখনও কেরাটাইটিসে রূপ নিতে পারে।

এই কারণেই কনট্যাক্ট লেন্স (Contact Lense) ব্যবহারের সময় কিছু বিষয়ে খুবই সতর্ক থাকতে হয়। কলের জলে লেন্স ধোয়া, লেন্স পরে স্নান বা সাঁতার কাটা কিংবা চোখে জল দেওয়া— এই সমস্ত কাজ বিপজ্জনক হতে পারে। একবার কর্নিয়া সংক্রমিত হলে তা ঠিক হতে দীর্ঘ চিকিৎসা এবং সময়ের প্রয়োজন হয়। কখনও কখনও এই সংক্রমণ এতটাই গুরুতর হয় যে, স্থায়ী দৃষ্টিশক্তি হ্রাসও (Eye Health) হতে পারে।তাই কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের প্রতি পরামর্শ— যতই সময়ের অভাব থাকুক, যতই ঝামেলা মনে হোক না কেন, চোখের সুরক্ষার প্রশ্নে কোনওরকম ছাড় দেওয়া চলবে না। মনে রাখবেন, একটু অসতর্কতাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT