Neha Kakkar:সিঙাড়া বিক্রেতার মেয়ে থেকে বলিউডের হার্টথ্রব:নেহা কক্করের অবিশ্বাস্য উত্থান

বিনোদন

নিউজ পোল ব্যুরো:দরিদ্রতার কষাঘাতে জর্জরিত এক পরিবারে জন্ম নেওয়া মেয়েটি, যাঁর অস্তিত্ব জন্মাবার আগেই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল—আজ তিনি বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।কথা হচ্ছে,বলিটাউনের হার্টথ্রব নেহা কক্করকে (Neha Kakkar) নিয়ে।তবে আপনি জানলে অবাক হবেন,গায়িকার জীবন কোনো রূপকথার চেয়ে কম নয়। ঋষিকেশের এক ছোট্ট গলি থেকে উঠে এসে সঙ্গীত জগতে নিজের স্বতন্ত্র স্থান তৈরি করা—এই পথ মোটেও মসৃণ ছিল না।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/18/bank-of-baroda-recruitment-2025-office-assistant-peon/

নব্বইয়ের দশকে নেহার পরিবার দিল্লিতে এসে আশ্রয় নেয়। অভাব এতটাই প্রকট ছিল যে, তাঁর বাবা শিঙাড়া বিক্রি করে সংসার চালাতেন। এক কামরার ছোট্ট ভাড়াবাড়ি ছিল তাঁদের ঠিকানা। সেই কঠিন পরিস্থিতিতে, ছোট্ট নেহা সংসারের হাল ধরতে শুরু করেন গান গেয়ে। স্থানীয় অনুষ্ঠানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে গান গাইতেন তিনি, যা হয়তো পরিবারের দু’বেলা ভাতের জোগাড় করত।

এক সময় নেহার বাবা-মা গর্ভপাতের মতো কঠিন সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছিলেন। তবে সৃষ্টিকর্তার অন্য পরিকল্পনা ছিল। সেই মেয়েটিই একদিন সঙ্গীতের আকাশে ধ্রুবতারা হয়ে জ্বলবে, কে জানত!

প্রথাগত তালিম না থাকলেও, নেহার কণ্ঠ ছিল সহজাত সুরে ভরপুর। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে সুযোগ পেয়েও তিনি বেশি দূর এগোতে পারেননি। তবে এই আপাত ব্যর্থতা তাঁকে থামিয়ে দেয়নি। বরং, আরও দৃঢ় সংকল্প নিয়ে তিনি বলিউডের দরজায় কড়া নাড়তে থাকেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সঙ্গীত পরিচালক প্রীতমের সুরে ‘ককটেল’ ছবির ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ গানটি নেহা কক্করের (Neha Kakkar) ভাগ্য বদলে দেয়। গানটি সুপারহিট হয় এবং নেহা কক্কর রাতারাতি পরিচিতি লাভ করেন। এরপর ‘লন্ডন ঠুমকাডা’, ‘সানি সানি’, ‘দিলবর’, ‘আঁখ মারে’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দেন।

একদা যে মঞ্চ থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই ‘ইন্ডিয়ান আইডল’-এই নেহা কক্কর (Neha Kakkar) আজ বিচারকের আসনে। তাঁর জীবন সেইসব মানুষের কাছে অনুপ্রেরণা, যাঁরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বপ্নকে সত্যি করতে চান। তাঁর ভাই টনি কক্করও আজ পরিচিত সঙ্গীতশিল্পী। এক কামরার ভাড়াবাড়ি থেকে বিলাসবহুল জীবন—নেহা কক্করের এই উত্থান প্রমাণ করে, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মেলবন্ধনে যেকোনো বাধা অতিক্রম করা যায়।