নিউজ পোল ব্যুরো:রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্য।থাইল্যান্ডগামী জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে (Nusrat Faria) গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ।তার বিরুদ্ধে গত বছর দায়ের হওয়া একটি হত্যা চেষ্টার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।বিমানবন্দর সূত্রে খবর,নুসরাত ফারিয়া রবিবার সকালে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছান।ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালীন তাকে আটক করা হয়।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/18/neha-kakkar-inspirational-journey-from-poverty-to-bollywood/
পুলিশ সূত্রে জানা যায়,গত বছর জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত এক গণ-অভ্যুত্থানের সময় নুসরাত ফারিয়া ও আরও ১৬ জন শিল্পীর বিরুদ্ধে এক ছাত্রকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ ওঠে।এই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।সেই মামলার ভিত্তিতেই রবিবার অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।আটকের পর নুসরাত ফারিয়াকে (Nusrat Faria) প্রথমে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,নুসরাত ফারিয়া (Nusrat Faria) ২০১৫ সালে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন এবং অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ এবং ‘আবার বিবাহ অভিযান’-এর মতো একাধিক বাণিজ্যিকভাবে সফল ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।অভিনেতা জিতের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন দর্শক মহলে বিশেষভাবে সমাদৃত। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’-এ তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অন্যদিকে,পরিচালক অতনু রায়চৌধুরীর আসন্ন ছবি ‘প্রতীক্ষা’-তে অভিনেতা দেবের বিপরীতে প্রথমে তাসনিয়া ফারিনকে নেওয়ার কথা থাকলেও, ভিসা সংক্রান্ত জটিলতায় তার জায়গায় নুসরাত ফারিয়ার নাম উঠে আসে। তবে, শেষ পর্যন্ত জানা যায় যে, এই চরিত্রে তাসনিয়া ফারিনই অভিনয় করবেন।জনপ্রিয় অভিনেত্রীর গ্রেফতারির খবরে বাংলাদেশের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।আইনি প্রক্রিয়া এখন কোন দিকে মোড় নেয়,সেদিকেই তাকিয়ে আছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা।