Weather Update : ভিজতে পারে কলকাতা, জেনে নিন কেমন থাকবে জেলার আবহাওয়া

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: শনিবার কিছুটা বৃষ্টি হয়েছে কলকাতা সহ জেলা জুড়ে। এতেই কমেছে তাপমাত্রা। রবিবারেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারের থেকে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে,  রবিবার কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি । আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় । বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি হবে বলেই জানানো হয়েছে। জেনে নিন কেমন থাকবে সারাদিনের আবহাওয়া (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাতে তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রির ঘরে। তবে বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম একেবারে কাটবে না। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের (South Bengal)উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলেই বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। তবে, তা নির্দিষ্ট কিছু জেলাতেই সীমাবদ্ধ থাকবে।অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র আলাদা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে। রবিবারও সেই ধারা বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুনঃ SPY: ট্রাভেল ভ্লগিং-এর পিছনে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, গ্রেফতার মহিলা ইউটিউবার সহ ৬

আসন্ন সপ্তাহে আরও বড় একটি আবহাওয়াগত (Weather Update) পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। বঙ্গোপসাগরের দক্ষিণাংশে একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা ২৩ মে থেকে ২৮ মে-র মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে প্রভাব ফেলতে পারে।যদিও এখনই আতঙ্কের কিছু নেই, তবে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব নিয়ে নজর রাখছে আবহাওয়া দফতর। পরবর্তী আপডেটের উপর ভিত্তি করে জারি হতে পারে সতর্কতা।সাধারণ মানুষকে ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে কিছু নির্দেশিকা মানতে বলা হয়েছে। দিনের বেলায় রোদের মধ্যে অপ্রয়োজনে বের না হওয়া, প্রচুর জল পান করা, হালকা ও সুতির পোশাক পরা, এবং প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ বা জলাশয়ের পাশে না যাওয়ার জন্যও বলা হয়েছে।রবিবার কার্যত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির দিন হলেও, উত্তরবঙ্গে বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিলতে পারে। তবে, ‘শক্তি’ নামক সম্ভাব্য ঘূর্ণিঝড়ের উপর নজর রাখাটাই এখন সকলের কাছে গুরুত্বপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT