নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনা (Indian Pakistan) যখন মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শুরু করে, গোটা বিশ্ব তাকিয়ে ছিল ভারতের সাহসিকতার দিকে। ৬ মে গভীর রাতে পাকিস্তান (India Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরের (Kashmir) অন্তত ৯টি জঙ্গিঘাঁটিতে একযোগে আঘাত হানে ভারতীয় বাহিনী। নিশ্চিহ্ন করে দেওয়া হয় লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। এই আঘাতে ইসলামাবাদের (Islamabaad) কাঁপুনি ধরে যায়।
আরও পড়ুন: Golden Temple Attack: স্বর্ণমন্দির বাঁচাল ভারত! পাক হামলা রুখে দিলো আকাশশক্তি
জবাবে পাকিস্তান (India Pakistan) ৭ মের রাতে ভারতের ১৫টি সীমান্তবর্তী শহরে ক্ষেপণাস্ত্র হামলার মরিয়া চেষ্টা চালায়। কিন্তু ভারতের রুশ-নির্মিত এস-৪০০ এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশতীর’ (Akashteer) প্রতিরক্ষা ব্যবস্থার সামনে সে চেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পাকিস্তান (Pakistan) নাকি দিল্লির দিকে নিক্ষেপ করেছিল তাদের পরমাণু অস্ত্রবাহী ‘শাহিন’ ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় ২৭৫০ কিলোমিটার। কিন্তু ভারতের (India Pakistan) শক্তিশালী ‘লৌহবর্ম’ ভেদ করতে পারেনি সেই আগ্রাসী অস্ত্রও।
ভারতীয় সেনাবাহিনী (Indian Army) প্রকাশিত ভিডিও এবং রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে চিনা A-100, ফাতেহ-১ ও ২-এর মতো ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল। কিন্তু কোনওটিই লক্ষ্যভেদে সফল হয়নি। সেনার দাবি, শুধু শত্রুর হামলা প্রতিহত করাই নয়, কবে কোথায় জবাব দিতে হবে, সেই পরিকল্পনাও সম্পূর্ণভাবে ভারতের আয়ত্তে।
পাকিস্তানের (Pakistan) এই পরমাণু অস্ত্রের হুমকি নিয়ে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি আসলে একটি মনস্তাত্ত্বিক কৌশল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দৃঢ় বার্তা, “পরমাণু অস্ত্রের (Nuclear weapons) ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না। প্রয়োজন হলে জবাব হবে দ্বিগুণ শক্তিতে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অপারেশন সিঁদুর (Operation Sindoor) কেবল একটি প্রতিরক্ষামূলক অভিযানের নাম নয়, এটি এক ঐতিহাসিক বার্তা। ভারতের জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা দক্ষতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল নিদর্শন এই অভিযান। শত্রু যতই ভয় দেখাক, ভারত যে আত্মরক্ষায় ও প্রতিঘাতে সবসময় প্রস্তুত এই অভিযানে তা প্রমাণিত হয়েছে।