Jyoti Malhotra: রয়েছে লক্ষাধিক ফলোয়ার্স, ব্লক করা হল গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার জ্যোতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) ISI-এর হয়ে গুপ্তচরবৃত্তির(SPY) অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার ইউটিউবার (YouTuber ) জ্যোতির মালহোত্রাকে(Jyoti Malhotra)। গ্রেফতারির পর থেকে গোয়েন্দাদের কাছে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর সব তথ্য। ট্রাভেল ভ্লগিং-এর পিছনে চলত পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে তথ্য বিনিময়। জ্যোতি ইনস্টাগ্রামেও ছিল ব্যপক জনপ্রিয়। ছিল ১.৩৩ লক্ষ অনুগামী। এবার জ্যোতির মালহোত্রার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ব্লক করা হল।

তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১.৩৩ লক্ষ ফলোয়র্স ছিল। জ্যোতির গ্রেফতারির পর ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৭,০০০ এরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে এক লক্ষেরও বেশি মানুষ গুগলে তার খোঁজ করেছে। জ্যোতির মালহোত্রার “ট্রাভেল উইথ জেও” নামে একটি ইউটিউব চ্যানেল আছে যার ৩.৭৭ লক্ষ সাবস্ক্রাইবারও রয়েছেঅ। জ্যোতি পাকিস্তানে বেশ কয়েকটি স্পন্সরড ভ্রমণে গিয়েছিলেন এবং পহেলগাঁও জঙ্গি হামলার ঠিক আগে পাকিস্তান ভ্রমণে গিয়েছিলেন। রবিবার পুলিশ জানিয়েছে যে জ্যোতিকে পাকিস্তানের “একটি সম্পদ হিসেবে গড়ে তোলা হয়েছিল”। পুলিশ আরও জানিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় জ্যোতি সীমান্তের ওপার থেকে তার হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রাখলেও, প্রতিরক্ষা সম্পর্কিত কোনও গোয়েন্দা তথ্য তার কাছে ছিল না। সূত্রে খবর পাকিস্তানি এজেন্টরা তার কাছ থেকে ভারতের বর্তমান পরিস্থিতির তথ্যও জানতে চেয়েছিল।

আরও পড়ুনঃ TMC: শেষ মুহূর্তে বদল, কেন্দ্রীয় প্রতিনিধিদলে থাকছে না তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

পাক চরবৃত্তির অভিযোগে গত ১৭ মে হরিয়ানা পুলিশ জনপ্রিয় ইউটিউব ট্রাভেল ভ্লগার জ্যোতিকে (Jyoti Malhotra) গ্রেফতার করা হয়। তার সঙ্গে ভারতে কর্মরত পাক হাই কমিশনের আধিকারিক দানিশের যোগসূত্র মিলেছে। যাকে গত ১৩ মে চরবৃত্তির অভিযোগে ভারত থেকে বহিস্কার করা হয়। দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ও সামনে এসেছ। একসঙ্গে বাইরের দেশে ঘুরতে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। এমনকি জ্যোতি তিনবার পাকিস্তানে গিয়ে সেখানে আইএসআই-র একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT