নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র ভ্রমণচিত্র নির্মাতা পরিচয়ে নিজেকে তুলে ধরলেও ইউটিউবার (YouTube) জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) জীবনের অন্তরালে লুকিয়ে ছিল এক বিপজ্জনক ষড়যন্ত্র। সম্প্রতি চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতির (Jyoti Malhotra) একের পর এক ভিডিও সামনে আসতেই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে উঠে এসেছে, গত বছর নয়াদিল্লিতে (New Delhi) পাকিস্তানি হাই কমিশনের (Pakistan High Commission) আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে দেখা যায়, পাক কূটনীতিক এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন জ্যোতি (Jyoti Malhotra)। এই দানিশের মাধ্যমেই নাকি শুরু হয় তাদের সম্পর্কের সূচনা, যা পরবর্তীতে চরবৃত্তির এক বিস্তৃত নেটওয়ার্কে রূপ নেয়।
আরও পড়ুন: Gaya: গয়া নয়, এখন থেকে গয়াজি! নাম বদলের সিদ্ধান্ত নীতিশ সরকারের
ভিডিওতে দেখা যায়, পার্টিতে দানিশ (Danish) নিজে তাকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং জ্যোতি সেই আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন। তিনি প্রকাশ্যে পাকিস্তান সফরের আগ্রহও জানান। তদন্তকারীদের হাতে থাকা তথ্য বলছে, এর আগেও তিনবার পাকিস্তান (Pakistan) সফরে গিয়েছিলেন তিনি। ভ্রমণ ভিডিও বানানোর আড়ালে তিনি একাধিক আইএসআই সদস্যের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে শাকির ও রান শাহবাজ নামের দুই ব্যক্তি ছিলেন নিয়মিত যোগাযোগে।অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) সফরের সময় এক স্থানীয় ইউটিউবারের সহায়তা নেওয়ার ঘটনাও তদন্তকারীদের নজরে এসেছে। পুলিশ জানতে পেরেছে, সেই ইউটিউবারের সঙ্গে জ্যোতি পাকিস্তানে গিয়েছিলেন, যা তদন্তকে আরও জটিল করে তুলেছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত তিন বছরে হরিয়ানা (Haryana) ও পাঞ্জাবে (Punjab) একটি সুসংগঠিত চরবৃত্তির জাল তৈরি করেছিলেন জ্যোতি। বিশেষ করে, “অপারেশন সিঁদুর”-এর সময় দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে তিনি এখন গোয়েন্দাদের নজরে। আপাতদৃষ্টিতে সাধারণ ইউটিউবার হলেও, তাঁর কার্যকলাপ দেশবিরোধী ষড়যন্ত্রের গভীর চিত্র তুলে ধরছে। তদন্ত চলছে জোর কদমে, এবং প্রতিটি ভিডিও, সফর ও সংযোগকে খুঁটিয়ে দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT