Ind Pak War: “মরিয়া উস্কানি”তে ভীত হয়ে উল্টো পায়ে হাঁটবে না ভারত!

দেশ

নিউজ পোল ব্যুরো: পর্তুগালে(Portugal) পাকিস্তান সমর্থিত নাগরিকদের বিক্ষোভের মধ্যে দৃঢ় অবস্থান নিয়েছে ভারতীয় দূতাবাসীরা(Embassy)। পর্তুগালের লিসবনে ভারতীয় দূতাবাসের বাইরে পাকিস্তানি (Ind Pak War) নাগরিকদের আয়োজিত এক বিক্ষোভের পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এই বিক্ষোভকে “কাপুরুষোচিত” আখ্যা দিয়ে দূতাবাসীরা বলেছে, “ভারত এই ধরনের মরিয়া উস্কানিতে ভীত হবে না। আমাদের সংকল্প অটল।”

আরও পড়ুন; Pakistani Spy: ভারতেই লুকিয়ে ঘর শত্রু বিভীষন! জ্যোতির পর এবার হদিস মিললো শাহাজাদ নামক ব্যবসায়ীর

এক্স হ্যান্ডেল (X-handel) -এ শেয়ার করা একটি পোস্টে পর্তুগালের ভারতীয় দূতাবাস জানিয়েছে: “আমাদের চ্যান্সেরি ভবনের(Chancery building) কাছে আয়োজিত এই বিক্ষোভে শান্ত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া দেখানো হয়, যা অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে – ২২ এপ্রিল পহেলগাঁও(Pahalgam) সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারতের সামরিক অভিযান শুরু হয়েছে যেখানে ২৬ জন নিহত হয়েছিল। পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা পরিচালিত এই হামলার ফলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানী অবকাঠামোতে নির্ভুল হামলা চালায়। তারই পরিপ্রেক্ষিতে পর্তুগালে ভারতীয় দূতাবাসের বাইরে একটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদ চালায় পাকিস্তানি সমর্থকরা পর্তুগালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পুনীত রায় কুন্ডালও ভারতের প্রতিক্রিয়ার শক্তির উপর জোর দেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে(X-handel)-এ কথা বলেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি লিখেছেন, “দূতাবাসের বাইরে পাকিস্তান কর্তৃক আয়োজিত বিক্ষোভের জবাবে আমাদের পক্ষ থেকে একটি নীরব অথচ দৃঢ় বার্তা দেওয়া হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের (Ind Pak War) ‘অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি’। দূতাবাসের সকল কর্মকর্তা এই পদ্ধতিতে অবিচল ছিলেন।” পর্তুগালে অপারেশন সিঁন্দুরের চাঞ্চল্যকর প্রতিধ্বনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বার্তাকে আরও স্পষ্ট করে তোলে। ভারত সীমান্তের বাইরে সন্ত্রাসবাদ বা ভয় দেখানো সহ্য করবে না, তা সে সহিংস আক্রমণের মাধ্যমে হোক বা আন্তর্জাতিক প্রতিবাদের মাধ্যমে হোক। কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে ভারত পাকিস্তানের (Ind Pak War) কূটনৈতিক পরিকল্পনা ও উস্কানির মুখেও দৃঢ় এবং মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। এদিকে, পর্তুগিজ কর্তৃপক্ষ ভারতীয় দূতাবাসের চারপাশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিক্ষোভের সময় যে কোনও উত্তেজনা রোধে পূর্ণ সহযোগিতা করেছে।