IB Chief: ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি করল স্বরাষ্ট্রমন্ত্রক

breakingnews দেশ

নিউজ পোল বাংলাঃ ভারত-পাক উত্তাপের আবহে মেয়াদ বৃদ্ধি করা হল ইন্টেলিজেন্স ব্যুরো (IB Chief)-র ডিরেক্টর তপনকুমার ডেকার(TAPAN KUMAR DEKA) কার্যকালের মেয়াদ। এক বছরের জন্য কেন্দ্র মেয়াদ বৃদ্ধি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে তপনকুমার ডেকার চাকরির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। ৩০ জুন অবসর নেওয়ার কথা ছিল।

১৯৮৮ ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস (IPS) অফিসার ডেকাকে প্রাথমিকভাবে ২০২২ সালের জুন থেকে দুই বছরের জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এর আগে ২০২৪ সালে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল তাঁর। তপন কুমার ডেকার চাকরির মেয়াদ ৩০ জুন, ২০২৫ এর পরে এক বছরের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুমোদন করেছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কেন্দ্রের নির্দেশিকায় এই মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ Kashmir : পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত কাশ্মীরের এলাকা পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল

চিনে নিন কে এই তপন কুমার ডেকা…

ডেকা তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় ইন্টেলিজেন্স ব্যুরো (IB Chief) তে কাটিয়েছেন। গত বছরের জুনে যখন তাঁকে উইং-এর স্পেশাল ডিরেক্টর পদে পদোন্নতি দেওয়া হয় তখন তিনি ইন্টেলিজেন্স ব্যুরোর অ্যাডিশনার ডিরেক্টর ছিলেন। সন্ত্রাস দমনে ডেকার কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। ইন্ডিয়ান মুজাহিদিন যখন দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপের শীর্ষে ছিল তখন তিনি অপারেশনস জয়েন্ট ডিরেক্টর ছিলেন। তাঁর নেতৃত্বে, আইবি বছরজুড়ে ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিটি অপারেটিভের উপর নজর রেখেছিল।

ইন্টেলিজেন্স ব্যুরো (IB Chief)-র প্রধান ২০১৫-১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার সময়ও অভিযান পরিচালনা করেছিলেন। সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ডেকা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, বিশেষ করে উপত্যকায় লক্ষ্যবস্তু হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলিও পরিচালনা করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT