Operation Sindoor: সীমান্তে উত্তেজনার আঁচ, অপারেশন ‘সিঁদুর’ জারি! জঙ্গিদের হস্তান্তরের দাবি ভারতের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নিয়ন্ত্রণরেখা এখন বারুদের স্তুপ। আকাশে টহল দিচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার হাতিয়ার ‘আকাশতির’ (Akashteer)। সীমান্তে দাঁড়িয়ে কামান তাক করে আছে শত্রুর (Operation Sindoor) দিকেই। পরিস্থিতি স্পষ্ট পড়শি দেশ যদি এক চুলও উসকানি দেয়, তবে ‘নিউ নর্মাল’ (New Normal) মোডে গর্জে উঠবে ভারতীয় সেনার শক্তি।

আরও পড়ুন: Supreme Court: “ভারত ধর্মশালা নয়” শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তুর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এই প্রেক্ষিতেই ভারতের (India) কড়া বার্তা, থামেনি অপারেশন সিঁদুর (Operation Sindoor)। সোমবার ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিং (JP Singh) বলেন, “ভারত বদলা নেবেই। সন্ত্রাসবাদীদের (Terrorist) কোনও ক্ষমা নেই, তাদের মদতদাতাদেরও রেয়াত করা হবে না।” সাফ জানিয়ে দেন, এখনও অপারেশন সিঁদুর (Operation Sindoor) শেষ হয়নি।

ভারত স্পষ্টতই জানিয়ে দেয়, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি এবং মুম্বই (Mumbai) হামলার অন্যতম মূলচক্রী সাজিদ মিরকে হস্তান্তর করতে হবে পাকিস্তানকে (Pakistan)। এটাই ভারতের দাবি।

উল্লেখযোগ্য, গত ৭ মে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) জবাবেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) ভারত (India) চালায় চুড়ান্ত সামরিক অভিযান। নিশানা করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি—সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের ও ভাওয়ালপুর। ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে ধ্বংস হয়ে যায় সন্ত্রাসের ঘাঁটি। অন্তত একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয় এই অভিযানে।

সবচেয়ে বড় ধাক্কা খায় জইশ প্রধান মাসুদ আজহার। এই প্রত্যাঘাতে রাতারাতি তার পরিবার ভেঙে পড়ে। নিহত হয় তার ১২ ঘনিষ্ঠ আত্মীয়। মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এক সময় কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের জেরে মাসুদ আজহারকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এবার আর ছাড় নয়। ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, সন্ত্রাসের মাথাদের এবার শাস্তি পেতেই হবে। সীমান্তে থমথমে পরিস্থিতি, তবে ভারত প্রস্তুত শেষ রক্তবিন্দু পর্যন্ত।