Punjab: পাঞ্জাবে জঙ্গি নেটওয়ার্কের জাল ফাঁস, পাক আইএসআই-র ছত্রছায়ায় সক্রিয় বাব্বর খালসা

দেশ

নিউজ পোল ব্যুরো: আবারও পাকিস্তানের (Pakistan) ছায়াযুদ্ধের ইঙ্গিত মিলল পাঞ্জাব (Punjab) থেকে। সন্ত্রাসবিরোধী (Anti-terrorism) অভিযানে মঙ্গলবার রাজ্যের পুলিশ এক বড়সড় জঙ্গিচক্রের হদিশ পাওয়ার দাবি করেছে। পুলিশের মতে, এই চক্রটি পাকিস্তানের (Pakistan) কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) প্রত্যক্ষ মদতে পরিচালিত, এবং ভারতের মাটিতে নাশকতার ছক কষছিল।

আরও পড়ুন: Golden Temple: স্বর্ণমন্দিরে ক্ষেপণাস্ত্ররোধী বন্দুক মোতায়েন, ভারতীয় সেনার ঐতিহাসিক পদক্ষেপ

সূত্রের খবর, ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’ (Babbar Khalsa International) নামক নিষিদ্ধ সংগঠনটি এই চক্রের কেন্দ্রে রয়েছে। নেতৃত্বে রয়েছে পাকিস্তান-প্রশিক্ষিত জঙ্গি হরবিন্দর সিং রিন্ডা (Harwinder Singh Rinda)। সংগঠনটির হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে জাল বিস্তার করছে মনিন্দর বিল্লা (Maninder Billa) এবং মন্নু আগওয়ান (Mannu Agwan) নামক দুই হ্যান্ডলার। শুধু তাই নয়, এই সংগঠনের সঙ্গে সরাসরি আইএসআই-এর (ISI) যোগাযোগের প্রমাণও হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা।

ডিজিপি গৌরব যাদব (DGP) জানিয়েছেন, বাব্বর খালসার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে যতীন ওরফে রোহন, বারিন্দর ওরফে সাজন, রাহুল মাসিহ, আব্রাহাম ওরফে রোহিত, সোহিত এবং সুনীল কুমার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গুলি।

সম্প্রতি পাঞ্জাবে (Punjab) ঘটে যাওয়া একটি গ্রেনেড হামলার মূলচক্রী হিসেবে এই সংগঠনকেই চিহ্নিত করেছে পুলিশ। মনিন্দর ও মন্নুর নির্দেশেই ওই হামলা সংগঠিত হয়েছিল বলে জানা গেছে।

এই আবহে, পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত এক সুন্দরী ‘স্পাই’, জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) গ্রেপ্তার বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০২৩ সালে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ হয় জ্যোতির। ক্রমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তদন্তে উঠে আসে, দানিশ আসলে আইএসআই এজেন্ট, যাকে পরে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই সব ঘটনায় স্পষ্ট, পাকিস্তান একাধিক ফ্রন্টে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়াতে তৎপর। পাঞ্জাব (Punjab) পুলিশের এই সাফল্য একদিকে যেমন বড় সাফল্য, অন্যদিকে দেশের নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।