Anupam Kher: উত্তপ্ত পরিস্থিতির জেরেও বিদেশের মাটি ভুলতে পারছেন না অনুপম খের! দেশপ্রেমী অভিনেতা কি তবে এই পরিস্থিতি তে ছাড়তে চাইছেন দেশ?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ভারত পাকিস্তানের মধ্যে এখনো সম্পূর্ণ শান্ত হয়নি পরিস্থিতি। এর মধ্যেই ভারত ছেড়ে যেতে চাইছেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। গত এপ্রিল (April) মাস থেকেই ভারত-পাক পরিস্থিতি বেশ কিছুটা উত্তপ্ত। এর ১৫ দিনের মধ্যেই পাকিস্তানের (pakistan) জঙ্গি ঘাঁটিতে বিস্ফোরণ করেছিল ভারত। পেহেলগাঁও (Pahalgam) কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়েই চলেছে টানা পোড়েন। তবে এমন চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেও দেশ ছেড়ে ছিলেন অনুপম খের (Anupam Kher)। কেন দেশ ছাড়তে হল অনুপনকে এরকম উত্তপ্ত পরিস্থিতিতে?

আরও পড়ুন: Chatbot: হাজার প্রশ্ন!স্নাতক স্তরে পড়ুয়াদের সব প্রশ্নের উত্তর নিয়ে তাদেরকে স্বস্তির নিশ্বাস দিতে এল ‘চ্যাটবট’!

‘দেশপ্রেমিক’ হিসাবে পরিচিত বিখ্যাত অভিনেতা অনুপম খের (Anupam Kher)। এমতাবস্থায় তার আসন্ন ছবি ‘তানভি দ্য গ্রেট’ (Tanvi the Great) এর জন্যই কান এ গিয়েছিলেন অভিনেতা। ইতিমধ্যে তিনি দেশে ফিরে এলেও পুনরায় ফ্রান্সে (France) যাবার ইচ্ছা প্রকাশ করছেন। ভারত ও পাক পরিস্থিতি এখনো সম্পূর্ণ শান্ত হয়নি তারমধ্যেই কেন ফের দেশে ছেড়ে ফ্রান্সেই যেতে চাইছেন অভিনেতা? সমাজমাধ্যমে অতিপরিচিত অভিনেতা অনুপম খের বলছেন “হেলো কান চলচ্চিত্র উৎসব। আমাদের ছবি ‘তনভি দ্য গ্রেট’-কে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুবই খুশি। কী অসাধারণ উৎসব ছিল এটা। অনেক ভালবাসা পেয়েছে এই ছবি।” সেই সমাজমাধ্যমেই অনুপম আরও জানান “সকলের মন ছুঁয়েছে এই ছবি। তার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনও ছবি নিয়ে। হয়তো অভিনেতা ও পরিচালক (director) হিসেবে দেখা হবে। আমি আবার ফিরে আসতে চাই এবং খুব ভাল সময় কাটাতে চাই।” কান-এ গিয়ে খুব ভাল সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন অনুপম খের।

এই অবস্থায় কেন ভিনদেশে যেতেচান বর্ষীয়মান অভিনেতা সেই নিয়ে খোলাখুলি কিছু বলেননি তবে কি দেশের এমন পরিস্থিতি এড়াতেই তার ভিনদেশে থাকার সিদ্ধান্ত নাকি শুধু সময় কাটানোর জন্যই যেতে চান অভিনেতা অনুপম খের ফ্রান্সে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT