Balochistan Blast: বালোচিস্তান বিস্ফোরণ ও ভারতকে জড়িয়ে পাকিস্তানের অপপ্রচার: নয়াদিল্লির কড়া জবাব

দেশ

নিউজ পোল ব্যুরো: বালোচিস্তানের (Balochistan Blast) খুজদার জেলায় ফের আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হল পাকিস্তান (Pakistan)। বিস্ফোরণে তিন শিশুসহ প্রাণ হারালেন পাঁচজন, আহত অন্তত ৩৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার রেশ না কাটতেই পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্ফোরক দাবি, এই হামলার পেছনে নাকি ভারতের হাত রয়েছে।

আরও পড়ুন: Train Ticket Controversy: ট্রেনের টিকিটে অপারেশন সিঁদুর বার্তা নিয়ে বিতর্ক: বিরোধীদের বক্তব্য, সরকার ‘যুদ্ধকে সুযোগ হিসেবে ব্যবহার করছে’

পাক সেনা এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতীয় জঙ্গিরা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের বিষবীজ ছড়াচ্ছে। সাধারণ নাগরিক এবং নিষ্পাপ শিশুদের নিশানা করছে তারা।” একাধিক পাক সংবাদমাধ্যমও এই প্রচারে সুর মিলিয়েছে।

তবে পাকিস্তানের (Pakistan) এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “খুজদারের ঘটনার সঙ্গে ভারতের কোনও যোগ নেই। পাকিস্তান বরাবরই নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের নাম জড়িয়ে মিথ্যে প্রচার করে। এবারও তার অন্যথা হয়নি।” তিনি আরও বলেন, “আমরা বালোচিস্তানের (Balochistan Blast) নিহতদের জন্য শোকাহত। কিন্তু পাকিস্তানের এমন ভিত্তিহীন অভিযোগ শুধু তাদের আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি অপ্রাসঙ্গিক করে তুলবে। সন্ত্রাস দমন করতে বারবার ব্যর্থ পাকিস্তান (Pakistan) নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই ভারতকে দোষারোপ করছে।”

রণধীর জয়সওয়ালের মতে, পাকিস্তান আজ আন্তর্জাতিকভাবে সন্ত্রাসের আঁতুড়ঘর বলেই চিহ্নিত। তাই বিশ্বের চোখ অন্যদিকে ঘোরানোর জন্যই এমন চক্রান্ত করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পরে দুই দেশের মধ্যে আপাতত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে বালোচিস্তানের (Balochistan Blast) পরপর হামলা এবং সেই ঘটনার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টায় ভারত-পাক সম্পর্কের তলানিতে ঠেকা অবস্থা আরও জটিল হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অপপ্রচারের ফলে ইসলামাবাদ যে আন্তর্জাতিক মহলে নিজের বিশ্বাসযোগ্যতা আরও হারাচ্ছে, তা তারা এখনও বুঝে উঠতে পারছে না।