নিউজ পোল ব্যুরো: মাওবাদের শিকড় উপড়ে ফেলার লক্ষ্যে দেশজুড়ে জারি রয়েছে কেন্দ্রের কড়া অভিযান। সেই অভিযানেরই একটি বড় সাফল্যের মুখ দেখল ছত্তিশগড় (Chhattisgarh)। রাজ্যের নারায়ণপুর ও বিজাপুর সীমান্তবর্তী অবুজমাঢ় অরণ্যে এক ভয়ঙ্কর গুলির লড়াইয়ে নিকেশ করা হল ২৬ জন মাওবাদীকে।
আরও পড়ুন: Kolkata Night Drone: কলকাতার আকাশে ড্রোনের রহস্যময় ওড়াওড়ি, তীব্র সতর্কতায় পুলিশ ও গোয়েন্দার
আরও পড়ুন: Punjab: পাঞ্জাবে জঙ্গি নেটওয়ার্কের জাল ফাঁস, পাক আইএসআই-র ছত্রছায়ায় সক্রিয় বাব্বর খালসা
বুধবার নিরাপত্তাবাহিনীর (Security Forces) তরফে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে এই জঙ্গল ঘেরা দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। সূত্রের খবর, ওই অঞ্চলে (Chhattisgarh) এক শীর্ষ মাওবাদী কমান্ডার গা ঢাকা দিয়ে রয়েছে। সেই অনুযায়ী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সন্ত্রস্ত মাওবাদীরা নিরাপত্তাবাহিনীর (Security Forces) ঘেরাটোপে পড়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘ লড়াই শেষে মাটিতে লুটিয়ে পড়ে ২৬ জন মাওবাদী।
তবে এখানেই থেমে নেই অভিযান। এখনও জঙ্গল চষে বেড়াচ্ছেন আধাসেনা, কারণ ধারণা করা হচ্ছে আরও বেশ কয়েকজন মাওবাদী ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। বিশেষ করে খোঁজ চলছে মোস্ট-ওয়ান্টেড মাও নেতা হিদমা এবং মাও ব্যাটালিয়নের প্রধান দেবার। এই দুই শীর্ষ নেতাকে ধরতে যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাওবাদমুক্ত করতে বদ্ধপরিকর কেন্দ্র। সেই উদ্দেশ্যে ছত্তিশগড় (Chhattisgarh), ঝাড়খণ্ড (Jharkhand) , মহারাষ্ট্র (Maharashtra) ও তেলেঙ্গানার (Tengana) জঙ্গল-পাহাড়ি এলাকায় বড় মাপের অভিযান চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অবুজমাঢ়ের কারেগুট্টা পাহাড়ে বর্তমানে প্রায় ১,০০০ মাওবাদী সক্রিয় বলে গোয়েন্দাদের তথ্য। তাদের বিরুদ্ধে নামানো হয়েছে প্রায় ২০,০০০ সেনা—ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বাস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ এবং CRPF-এর যৌথ দল।