নিউজ পোল ব্যুরো: নরেন্দ্র মোদীর (Train Ticket Controversy) বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে, সেনাবাহিনীর সাফল্যকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্যের প্রেক্ষিতে এই বিতর্ক ফের তীব্র হয়েছে। এবার রেল টিকিটেও উঠে এসেছে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) উল্লেখ, সঙ্গে প্রধানমন্ত্রীর (Train Ticket Controversy) ছবি। যাতে তাকে স্যালুট করতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সরব হয়েছে।
আরও পড়ুন: Operation Sindoor Controversy: স্বাধীনতা না কি স্বেচ্ছাচার? অধ্যাপকের মন্তব্যে তোলপাড় দেশ
মধ্যপ্রদেশ (Madhyapradesh) বিধানসভার বিরোধী দলনেতা উমাঙ্গ সিংঘার সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ই-টিকিটের ছবি পোস্ট করেন, যেখানে ভোপাল (Bhopal) থেকে নাসিকগামী সিএসএমটি রাজধানী এক্সপ্রেসের টিকিটে অপারেশন সিঁদুরকে “সন্ত্রাসবাদ বিরোধী এক নতুন যুগের সূচনা” হিসেবে বর্ণনা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই টিকিটের মাধ্যমে কেন্দ্র সরকার সেনাবাহিনীর গৌরবকে নিজের রাজনৈতিক প্রচারের যন্ত্রে পরিণত করেছে।
এই প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগ জাতির গর্বের বিষয়, তা কোনও এক রাজনৈতিক দলের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার অনুচিত। সেনাবাহিনীর নাম ও কৃতিত্বকে ভোট টানার অস্ত্র বানানো দেশের জন্য এক বিপজ্জনক প্রবণতা। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, “করোনার সময়েও আমরা দেখেছি ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর (Train Ticket Controversy) ছবি ব্যবহার করে প্রচার চালানো হয়েছে। এবার সেনার অভিযানকে সামনে রেখে একই কৌশল প্রয়োগ করা হচ্ছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উমাঙ্গ সিংঘা আরও দাবি করেছেন, অতীতেও সার্জিক্যাল স্ট্রাইক (Sergical Strike) ও বালাকোট এয়ারস্ট্রাইককে নির্বাচনী প্রচারে ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে মত বিরোধীদের। তারা মনে করছেন, দেশের সেনাবাহিনী সমগ্র জাতির অহংকার, তাকে কোনও রাজনৈতিক দলের প্রচারযন্ত্রে পরিণত করা নৈতিকতাবিরুদ্ধ। রেল বোর্ড এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেনি, তবে সারা দেশে এই ঘটনায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে।