Trolly Bag Case : রেললাইনের পাশে পড়ে নীল ট্রলিব্যাগ, ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ ঘিরে চাঞ্চল্য

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরোঃ কলকাতারর ট্রলি কাণ্ডের (Trolly Bag Case) ছায়া এবার বেঙ্গালুরুতে। একটি ছেঁড়া, নীল ট্রলির ভিতর থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। খুন করে ট্রলিতে ভোরে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সন্দেহ হছে ট্রেন থেকে ব্যাগটি ছুঁড়ে দেওয়া হয়েছে।

বুধবার বেঙ্গালুরুতে চাঁদপুরা রেলওয়ে ব্রিজের কাছে স্থানীয় বাসিন্দারা একটি ছেঁড়া, নীল স্যুটকেস দেখতে পায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে মৃতদেহটি অন্য কোথাও স্যুটকেসে রাখা হয়েছিল এবং পরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। সূর্যনগর পুলিশ প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে এবং বাইয়াপ্পানাহল্লি রেল পুলিশ পৌঁছানোর পর তাদের হাতে দায়িত্ব তুলে দেয়। স্যুটকেসটি পরীক্ষা করার পর বিস্তারিত তদন্ত করা হবে বলেই জানিয়েছে পুলিশ। তবে মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কোথা থেকে কিভাবে এল দেহ তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ National Herald case : দুর্নীতির মাধ্যমে ১৪২ কোটি টাকা উপার্জন করেছেন রাহুল-সোনিয়া, বিস্ফোরক ইডি

বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সি কে বাবা বলেন, “মনে হচ্ছে স্যুটকেসটি রেলওয়ে সম্পত্তি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, সম্ভবত চলন্ত ট্রেন থেকে। সাধারণত, এই ধরনের ঘটনা রেলওয়ে পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু এটি আমাদের এলাকার সাথে সম্পর্কিত, তাই আমরা জড়িত। কোনও পরিচয়পত্র বা জিনিসপত্র পাওয়া না যাওয়ায় মৃতার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।” পুলিশ মহিলাটিকে শনাক্ত করতে এবং মামলার আশেপাশের পরিস্থিতি নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে। অন্য একজন পুলিশকর্তা জানিয়েছে, “প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে মহিলাকে অন্য কোথাও হত্যা করা হয়েছে এবং স্যুটকেসে ভরে রাখা মৃতদেহটি চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা মৃতদেহের কাছে কোনও শনাক্তকরণ নথি পাইনি এবং মহিলার নাম, বয়স এবং তিনি কোথা থেকে এসেছেন সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।” ট্রলি ব্যাগ থেকে উদ্ধার (Trolly Bag Case) দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেঙ্গালুরু পুলিশ এফআইআর থিভুক্ত করছে ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT