নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের আকাশে জমেছে ঘন মেঘ। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Forecast)। এর পাশাপাশি, দমকা হাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম জনজীবনে প্রভাব ফেলতে পারে।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে গরমের অনুভূতি আরও তীব্র হবে। ‘রিয়েল ফিল’ (Weather Forecast) তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে বাইরে বের হওয়া এড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: PM Modi: উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী, ছাব্বিশের নির্বাচনী যুদ্ধের বাদ্যি বাজাবেন নমো?
আবহাওয়া অফিস জানিয়েছে (Weather Forecast), পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র দক্ষিণ-পূর্ব বায়ুর সংমিশ্রণে দক্ষিণবঙ্গে বজ্রঝড়, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২২ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানের কিছু অংশে ঘণ্টায় ৩০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
বিশেষ সতর্কতা জারি হয়েছে উপকূলবর্তী অঞ্চলের জন্য। ২৪ মে থেকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে ২৩ মে থেকে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়া নিষেধ (Weather Forecast) করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Gamrkf7EwHw4c6aR
প্রসঙ্গত, মে মাসে কলকাতায় গড় তাপমাত্রা থাকে প্রায় ৩৬°C এবং বৃষ্টিপাতের পরিমাণ গড়ে ১০৯ মিমি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার আচরণে এখন নিয়মিত বিচ্যুতি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অনিয়মিত প্রবণতা ভবিষ্যতে আরও বাড়তে পারে।