নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ‘কোনওরকম সন্ত্রাসকে বরদাস্ত করবে না ভারত’ (India Pakistan)। সেই বার্তা নিয়েই আন্তর্জাতিক সফরে রয়েছে কেন্দ্রের পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দল। এই কূটনৈতিক অভিযানের নেতৃত্বে রয়েছেন জেডি(ইউ)-র সাংসদ সঞ্জয় কুমার ঝা। প্রতিনিধি দলে আছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বিজেপির অপরাজিতা সারাঙ্গি ও ডঃ হেমাঙ্গ জোশী, সিপিআই(এম)-এর জন ব্রিটাস-সহ বিভিন্ন দলের নেতারা।
আরও পড়ুন: S Jaishankar: লন্ডনে বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়িতে হামলা, তিব্র নিন্দা দিল্লির
প্রথম গন্তব্য জাপান (Japan)। টোকিয়োয় (Tokyo) ভারতীয় দূতাবাসে গিয়ে প্রতিনিধি দল শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তিতে। এরপর রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ার সঙ্গে বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের যৌথ অবস্থান। ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং সাম্প্রতিক প্রতিরক্ষা পদক্ষেপের প্রশংসা করেন জাপানি মন্ত্রী।
এই সফরের মূল উদ্দেশ্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং পাকিস্তানের গোপন ভূমিকাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা। প্রতিনিধি দলের বক্তব্যে স্পষ্ট, “সন্ত্রাস পাকিস্তানের রাষ্ট্রীয় (India Pakistan) নীতির অংশ। তারাই সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং তা ছড়িয়ে দেওয়ার নেপথ্য শক্তি।” সঞ্জয় কুমার ঝা এই বক্তব্য তুলে ধরে জানান, পাকিস্তানের (India Pakistan) আসল চেহারা বিশ্বের সামনে আনা এখন সময়ের দাবি।
অপরাজিতা সারাঙ্গি জানান, “পহেলগাঁও জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) নিয়ে জাপানের মতামত ও দৃষ্টিভঙ্গি জানতেই আমরা আলোচনায় বসেছি। সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক জোট গড়া সময়ের দাবি।”
জাপানের পর এই প্রতিনিধি দল যাবে ইন্দোনেশিয়া, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। প্রতিটি জায়গাতেই তুলে ধরা হবে ভারতের অবস্থান, অপারেশন সিঁদুরের তাৎপর্য, এবং পাকিস্তানের সন্ত্রাস-মদতদানের নেপথ্য কৌশল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই সফর ভারতের কূটনৈতিক কণ্ঠকে আন্তর্জাতিক স্তরে আরও জোরালো করে তুলছে, যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা স্পষ্ট।