নিউজ পোল ব্যুরো: কাশ্মীর উপত্যকায় (Jammu Kashmir) আবারও সন্ত্রাসবাদী (Terrorist)তৎপরতা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কিস্তওয়ার (Kishtwar) জেলার সিংপোরা গ্রামে চিরুনি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সন্দেহ করা হচ্ছে, ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে অন্তত তিন থেকে চার জন জঙ্গি। অভিযান শুরু হতেই দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়, যার ফলে গোটা এলাকা এখন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে।
আরও পড়ুন: Air Turbulence : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি বিমানে, বিমানের মধ্যেই কান্নার রোল, ভাইরাল ভিডিও
নিরাপত্তাবাহিনীর (Security forces) তরফে ইতিমধ্যেই গোটা অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে কোনওভাবে জঙ্গিরা পালাতে না পারে। জঙ্গিদের গুলির পাল্টা জবাব দিচ্ছেন ভারতীয় সেনা ও প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরা। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ হলেও, বাহিনীর তরফে ধাপে ধাপে এলাকা সুরক্ষিত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ভারতীয় বাহিনীর (Indian Army) কয়েকজন সদস্য নিহত হন। সেই ঘটনার পর থেকেই উপত্যকাজুড়ে সন্ত্রাস দমনে জোরদার অভিযান চালাচ্ছে সেনা। দক্ষিণ কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামা (Pulwama) ও শোপিয়ানে (Shopian) ধারাবাহিক তল্লাশিতে ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে ছয়জন জঙ্গিকে। তবে পহেলগাঁও হামলার মূল চক্রীদের এখনো ধরা সম্ভব হয়নি।
এই প্রেক্ষাপটেই, ৬ মে রাতে সেনাবাহিনী শুরু করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এই অভিযানে পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা সেসব ঘাঁটিতেই আশ্রয় নিয়েছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কাশ্মীরে শান্তি ফেরাতে সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা জারি রয়েছে, এবং সিংপোরা অভিযান সেই চলমান প্রতিরোধেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায়।