নিউজ পোল বাংলাঃ নতুন ভাবে নতুন রূপে সেজে উঠছে নিউটাউন (New Town)। বর্তমানে একেবারে ভোল বদলে গিয়েছে। বাইরে থেকে কেউ এলে বিদেশের কোনও জায়গায় এসেছি মনে করলেও খুব একটা ভুল হবে না। তবে এলাকা থাকা থাকবে সমস্যাও। দরকার উন্নয়নও। তাই নিউটাউনের উন্নয়ন ও বাসিন্দাদের সমস্যা দেখার জন্য তৈরী করা হলো নিউটাউন ওয়েলফেয়ার কমিটি।
বৃহস্পতিবার বিকেলে নিউটাউন হিডকো ভবনে ওয়েলফেয়ার কমিটির প্রথম বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির ৬ জন। কমিটির চেয়ারম্যান প্রসূন গুপ্ত, মেম্বার সব্যসাচী দত্ত (Sabyabaschi Dutta), NKDA চিফ এক্সিকিউটিভ অফিসার, হিডকোর চিফ ইঞ্জিনিয়ার, NKDA চিফ ইঞ্জিনিয়ার, DCP বিধাননগর(নিউটাউন জোন)। নিউটাউন ওয়েলফেয়ার কমিটির মেম্বার তথা বিধাননগর পৌরনিগম এর চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই উন্নয়ন কমিটি প্রসঙ্গে বলেন, “সামান্যতম যদি রূপ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব।”

আরও পড়ুনঃ আমারা এই ভান করা বন্ধ করি যে পাকিস্তান সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত নয়ঃ S Jaishankar
ওয়েলফেয়ার কমিটির মেম্বার সব্যসাচী দত্ত আরও বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিউটাউনে (New Town) যে ওনার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আরও ত্বারন্নিত করার জন্য হিডকো ও NKDA যে দুই দফতর এখানে প্রতিনিয়ত মানুষের স্বার্থে কাজ করে চলেছে তাদের কাজকে আরও মানুষের সামনে তুলে ধরার জন্য একটি কমিটি তৈরি করেছে তাতে হিডকোর ২ জন অফিসার আছেন, NKDA-এর ২ জন অফিসার আছেন, DCP বিধাননগর(নিউটাউন জোন) আছেন আর দুজন মিডিয়া জগতের এডিটর আছেন।” তিনি আরও বলেছেন, ” হিডকো-NKDA এলাকায় যেহেতু কোনও সিলেকটেড সিভিক বডি নেই সেজন্য আমারা এখনের মানুষের দৈনন্দিন সুখ-সুবিধা-স্বাচ্ছন্দ, অভাব অভিযোগ থাকলে আমারা তাদের কাছে তুলে ধরব।” নিউটাউনের সাধারণ মানুষের জন্যই নিউটাউন ওয়েলফেয়ার কমিটি কাজ করবে বলেই জানিয়েছেন সব্যসাচী দত্ত। অফিস টাইমে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT