Bangladeshi: ভারতে অবৈধভাবে অবস্থানরত প্রায় আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে উদ্যোগ নয়াদিল্লির

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের (India) মাটিতে অবৈধভাবে বসবাস করা প্রায় ২,৩৬৯ জন বাংলাদেশি (Bangladeshi) নাগরিকের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি (New Delhi)। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশ (Bangladesh) সরকারকে এদের নাগরিকত্ব যাচাই করতে অনুরোধ করা হয়েছে, যাতে তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানো যায়।

আরও পড়ুন: Indus Water Treaty: ‘জল বন্ধ করলে শ্বাস বন্ধ করব’, জলনীতি না জঙ্গি হুমকি? সিন্ধু জলচুক্তি ঘিরে পাক সেনার মুখপাত্রের উসকানি, ভারতের জবাব স্পষ্ট

তিনি বলেন, “আমাদের হাতে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে নিশ্চিত হয়েছি এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ (Bangladeshi) সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হয়। যাচাই শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আইন লঙ্ঘনকারীর ক্ষেত্রে জাতীয়তা বিবেচ্য নয়। সে যে দেশ থেকেই আসুক না কেন, আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।”

জয়সওয়ালের (Randhir Jaiswal) মতে, ২০২০ সাল থেকে এই অভিবাসীদের যাচাই প্রক্রিয়া ঝুলে আছে। এদের অনেকে ইতোমধ্যেই বিভিন্ন রাজ্যে কারাবরণ করেছেন। পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তাদের পরিস্থিতি অনিশ্চিত থেকে গেছে। এমন অবস্থায় ভারত সরকার ফের একবার বাংলাদেশকে (Bangladesh) বিষয়টি নিষ্পত্তির জন্য অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশ (Uttarpradesh), দিল্লি (Delhi), গুজরাট (Gujarat) ও মহারাষ্ট্রসহ (Maharashtra) বেশ কিছু রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের (Bangladeshi) গ্রেফতার করা হয়েছে। শুধু গত মাসেই ৩০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ বুধবার ফেরত পাঠানো হয় আরও ১০৯ জনকে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কিছু মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে ভারত জুড়ে নজরদারি ও ধরপাকড় বাড়ানো হয়েছে। মোদী সরকার (Narendra Modi) এবার ২৩০০ জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানিয়ে দিল, অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT