Jyoti Malhotra Pakistan Trip: পাকিস্তান সফরের পেছনে আমিরশাহীর ছায়া! ইউটিউবার জ্যোতির পাক-যোগে নয়া চাঞ্চল্য

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় গোয়েন্দা মহলে (Indian intelligence community) নতুন করে আলোড়ন ফেলে দিল ইউটিউবার জ্যোতি মালহোত্রার পাকিস্তান সফর (Jyoti Malhotra Pakistan Trip)। প্রথম দৃষ্টিতে নিরীহ এক ট্রাভেল ব্লগার (Travel Vlogger) হলেও, গভীরে গিয়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গোয়েন্দা সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরশাহীর ‘Wego’ নামক এক আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা স্পনসর করেছিল জ্যোতির পাক সফরসহ একাধিক বিদেশযাত্রা। এই সংস্থার অফিস রয়েছে দুবাই (Dubai)ও সিঙ্গাপুরে (Singapore) এবং পাকিস্তানেও বৈধ লাইসেন্স নিয়ে কাজ চালায় তারা।

আরও পড়ুন: Abhishek Banerjee in Japan: আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জোরালো, পাশে জাপান

প্রশ্ন উঠছে, তাহলে কি ‘Wego’-র সঙ্গে পাক গুপ্তচর সংস্থা ISI-র কোনো গোপন যোগ রয়েছে? তদন্তকারীরা এখন সেই দিকটিই গভীরভাবে খতিয়ে দেখছেন। যদিও এখনো পর্যন্ত কোনও নিশ্চিত সন্দেহজনক প্রমাণ হাতে আসেনি, তবে গোয়েন্দাদের সন্দেহ ঘনীভূত হচ্ছে জ্যোতির (Jyoti Malhotra Pakistan Trip) বিগত কর্মকাণ্ড ঘিরে।

২০২৩ সালে জ্যোতির পরিচয় ঘটে পাক দূতাবাসের কর্মী এহসান উর রহিম ওরফে ‘দানিশ’-এর সঙ্গে। জ্যোতি, যিনি অনলাইনে নিজেকে ‘Jo’ নামে পরিচয় দেন, ধীরে ধীরে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। এরপর বিশেষ আমন্ত্রণে তিনি পাক দূতাবাসে একটি ইফতার পার্টিতে (Iftar party) যোগ দেন এবং সেই অনুষ্ঠান ভিডিও করেন। এই ভিডিওই গোয়েন্দাদের চোখে পড়ে এবং শুরু হয় তদন্ত।

দানিশ, যিনি এখন ‘পার্সোনা নন গ্রাটা’ হিসেবে ভারত থেকে বহিষ্কৃত, তাঁর পাক যোগ খুঁজতে গিয়ে উঠে আসে জ্যোতির (Jyoti Malhotra Pakistan Trip) নাম। শুধু তাই নয়, জ্যোতির সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাক্টিভিটি খতিয়ে দেখে আরও কিছু হরিয়ানাভিত্তিক ইনফ্লুয়েন্সারকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মোবাইল ও ডেটা বিশ্লেষণ করে উঠে এসেছে পাক সংযোগের সম্ভাব্য নানা সূত্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ঘটনা প্রমাণ করছে, ট্রাভেল ভ্লগিংয়ের (Travel Vlogging) আড়ালে কখনও কখনও লুকিয়ে থাকতে পারে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল। জ্যোতির গল্প শুধু একজন ইউটিউবারের নয়, বরং এক জটিল রাজনৈতিক থ্রিলারের সূচনা হতে পারে বলেই আশঙ্কা গোয়েন্দা দপ্তরের।