নিউজ পোল ব্যুরো: সিন্ধু নদীর (Indus Water Treaty) জল যেন শুধু পাকিস্তানের (Pakistan) বাঁচার রসদ নয়, তা এখন তাদের হুমকির অস্ত্রও! ফের চাঞ্চল্যকর মন্তব্য করে ভারতের বিরুদ্ধে সরাসরি হুমকি ছুঁড়ে দিলেন পাকিস্তান (Pakistan) সেনার মুখপাত্র, মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরি (Sharif Chowdhury)। এক বিশ্ববিদ্যালয়ের ভাষণে তিনি বলেন, “যদি আমাদের জল বন্ধ করে দেওয়া হয়, আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব।” এই মন্তব্য শুনেই নেটিজেনদের মনে পড়ে যাচ্ছে ২৬/১১ এর মূল চক্রী হাফিজ সইদের সেই berate, “জল নয়, সিন্ধুতে রক্ত বইবে।”
বস্তুত, এই মন্তব্য আর একবার প্রমাণ করল, পাকিস্তানের (Pakistan) সামরিক ও জঙ্গি মস্তিষ্ক এক সুতোয় বাঁধা। অতীতে লস্কর-ই-তইবার মত জঙ্গি সংগঠন যেভাবে সিন্ধু জলচুক্তিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করেছে, এবার সেই সুরে সেনাও।
পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর, ২০২৩ সালে, ভারত সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) বাতিলের পথে হাঁটে। এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবেও অভূতপূর্ব। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়, শান্তি চাইলে সন্ত্রাস ছাড়তে হবে। পরবর্তীতে সীমান্তে সংঘর্ষবিরতিতে সায় দিলেও, জলচুক্তি নিয়ে ভারতের অবস্থান অটুট। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট (S Jaishankar) করে বলেছেন, পাকিস্তানের (Pakistan) সঙ্গে একমাত্র আলোচ্য বিষয় পাক অধিকৃত কাশ্মীর। বাকি সব অনুরোধের দাম নেই।
বর্তমানে পাকিস্তানে (Pakistan) কোথাও খরার ভোগান্তি, কোথাও ভয়াবহ বন্যা। সংকটের গভীরে দাঁড়িয়ে তারা এখন ভারতের দিকে চেয়ে ‘জল ভিক্ষা’ (Indus Water Treaty) করছে। কিন্তু ভারত বলছে, কূটনীতি সন্ত্রাসে চাপা পড়ে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই জলচুক্তি এখন আর শুধু নদীজল বণ্টনের বিষয় নয়, এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূ-কৌশলগত উত্তেজনার প্রতীক। এবং ভারতের বার্তা স্পষ্ট—জল নিয়েও কোনওরকম দ্বৈতনীতি বরদাস্ত করা হবে না।