কোটি কোটি টাকা প্রতারণা, ED-র জালে বীরভূম-আরামবাগের দুই ব্যক্তি

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: কোটি কোটি টাকা প্রতারণা চিটফান্ড মামলায় ইডির(ED) হাতে গ্রেফতার দুই ব্যক্তি। বীরভূম এবং আরামবাগ থেকে তাদেরকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিষয় তদন্ত শুরু করে ইডি। সেই তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার বীরভূম এবং আরামবাগে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা। তদন্তের সময়েই দুই জায়গা থেকে দু’জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বীরভূমে আনারুল ইসলাম এবং আরামবাগে দিলীপ মাইতির বাড়িতে যায় ইডি আধিকারিকরা। সূত্রের খবর প্রায় ২৬০০ জন মানুষের কাছ থেকে টাকা তুলেছে এই কোম্পানি। যে লগ্নী অর্থের পরিমাণ প্রায় ২৬০ কোটি। বৃহস্পতিবার দিনভর এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। এরপর তাদেরকে গ্রেফতার করে রাতেই ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তারপর একদিনের রিমান্ডে তাদেরকে নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্স-এর ইডির দফতরে।

আরও পড়ুনঃ Airspace : চরম এয়ার টার্বুল্যান্সে ২২৭ জনের প্রাণের ঝুঁকি, ভারতীয় পাইলটের অনুরোধ সত্বেও আকাশসীমা ব্যবহারে না পাকিস্তানের

ইডির (ED) আধিকারিকরা বৃহস্পতিবার হানা দেন আরামবাগ শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বাহিনী এলাকার বাড়িগুলি ঘিরে ফেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইডি দুর্নীতির অভিযোগে আরামবাগের একটি রিসর্ট, অর্থলগ্নিকারী সংস্থার কয়েকটি অফিস, বিভিন্ন এজেন্ট ও ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালায়। আধিকারিকদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, ওই সংস্থা বাজার থেকে টাকা তুলে শেয়ারে বিনিয়োগ যেখানে বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি এই অভিযোগও সামনে এসেছে কলকাতা-সহ বিভিন্ন জেলায় এজেন্ট রেখে এই বিপুল টাকা তোলা হত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT