নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদের বিষবাষ্পে দীর্ঘদিন ধরেই কালো ছায়া ফেলেছে ভারত-পাকিস্তান (India VS Pakistan) সম্পর্ক। সেই সম্পর্কের (India VS Pakistan) অন্যতম ভরকেন্দ্র ছিল ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty)। সদিচ্ছা, বিশ্বাস ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হয়ে ওঠা এই চুক্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত, আর সেই সিদ্ধান্তের পিছনে রয়েছে পাকিস্তানের সীমান্তপারের সন্ত্রাসের মদত।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) প্রেক্ষিতে ভারত এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান (Pakistan) যখন ভারতকে চুক্তিলঙ্ঘনের অভিযোগে কাঠগড়ায় তুলতে চেয়েছিল, তখন ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ পাকিস্তানের মুখোশ খুলে স্পষ্ট জানিয়ে দেন, এই চুক্তির অবমাননা আসলে পাকিস্তানই (Pakistan) বহু বছর ধরে করে চলেছে। তিনটি যুদ্ধ, অসংখ্য জঙ্গি হামলা, আর বিশ বছরের মধ্যে কুড়ি হাজারের বেশি নিরীহ ভারতীয়ের মৃত্যু—এই হলো সেই ‘বিশ্বাস’ আর ‘বন্ধুত্ব’-এর ফল।
“ভারত অনেক ধৈর্য ধরেছে,” বলেন হরিশ। “অপারেশন সিঁদুরে (Operation Sindoor) শতাধিক জঙ্গিকে নিধন করা হলেও কোনও সাধারণ পাকিস্তানি নাগরিকের ক্ষতি করা হয়নি। কিন্তু পাকিস্তান সেই সংযম দেখাতে ব্যর্থ হয়েছে। সীমান্তবর্তী গ্রামে তারা হামলা চালিয়েছে, মিথ্যা প্রচার চালিয়েছে রাষ্ট্রসংঘে।”
পাকিস্তান (Pakistan) যদিও কাকুতি-মিনতি করে চুক্তি বহাল রাখার অনুরোধ জানাচ্ছে, জানাচ্ছে জলসংকট ও বন্যার আশঙ্কা, তবু ভারতের অবস্থান স্পষ্ট। বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, “যতদিন না পাকিস্তান সন্ত্রাস বন্ধ করে, ততদিন সিন্ধু চুক্তি কার্যকর হবে না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
৬ মে মধ্যরাতে চালানো হয় অপারেশন সিঁদুর (Operation Sindoor), যেখানে পাক অধিকৃত কাশ্মীরের (Kashmir) ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পাকিস্তানের অনুরোধে ভারত সংঘর্ষবিরতিতে সম্মতি দিলেও, সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্তে অটল থেকেছে।