Dhoomketu: ৯ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’

পেজ 3

নিউজপোল ব্যুরো: দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেতে চলেছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhoomketu)। ২০১৬ সালেই ছবির শ্যুটিং সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু নানা জটিলতা এবং কারণবশত ছবির মুক্তি এতদিন আটকে ছিল। বহু বছর ধরে টলিপাড়ার দর্শক থেকে শুরু করে অনুরাগীরা প্রত্যেকেই একটাই প্রশ্ন করে এসেছেন, “কবে মুক্তি পাবে ধূমকেতু?”

আরো পড়ুন: Entertainment: দৈনন্দিন জীবনে ‘ডেটিং অ্যাপস’ কতটা প্রভাবিত?

একাধিক রিয়্যালিটি শো বা সাক্ষাৎকারে এই প্রসঙ্গে দেব ও শুভশ্রী দু’জনেই নিজেদের হতাশা ব্যক্ত করেছেন। তবে অবশেষে সেই অপেক্ষার ইতি ঘটল। ২০২৫ সালের ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ধূমকেতু (Dhoomketu)—এই ঘোষণা এসেছে দেবের প্রযোজনা সংস্থা এবং প্রযোজক রানা সরকারের তরফে।

২৩ মে দেবের প্রোডাকশন হাউজ অফিসিয়ালি এই ঘোষণা করে। তার একদিন আগেই রানা সরকার নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, “ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ? ধূমকেতু রিলিজের আগে অঙ্ক কি কঠিন রিলিজ হচ্ছে কাল… শেষ ভালো যার, সব ভাল তার।” এই পোস্টের পর থেকেই টলিপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয় এবং সকলের মনে আশার সঞ্চার হয়।

দেব একবার বলেছিলেন, “এই ছবি যদি মুক্তি পায়, আমি সবচেয়ে বেশি খুশি হব।” সেই স্বপ্নপূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ, অনেক স্মৃতি। একসময় দেব-শুভশ্রীর জুটি ছিল অন্যতম জনপ্রিয়, আর দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

টলিউডে দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি ছবি মুক্তি পেতে চলেছে, যা নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। এখন শুধু সময়ের অপেক্ষা—১৪ অগাস্ট ২০২৫, যখন ধূমকেতু অবশেষে আলো দেখতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT